For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'নববর্ষের শপথ', কেউ যেন অনাহারে না থাকে, বার্তা পঞ্চায়েত প্রধানের

'নববর্ষের শপথ', কেউ যেন অনাহারে না থাকে, বার্তা পঞ্চায়েত প্রধানের

  • By অভীক
  • |
Google Oneindia Bengali News

বসিরহাট মহকুমার বসিরহাট দু'নম্বর ব্লকে খোলাপাতা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে বাংলা নতুন বর্ষের ১৪২৭ এ একজন মানুষও যাতে অনাহারে না থাকে তার শপথ নিয়েছে খোলাপোতা গ্রাম পঞ্চায়েত।

নববর্ষের শপথ, কেউ যেন অনাহারে না থাকে, বার্তা পঞ্চায়েত প্রধানের

এই পঞ্চায়েতের প্রায় কুড়িটা গ্রামে পাঁচ হাজার পরিবারের হাতে তুলে দেওয়া হল চাল, ডাল, সোয়াবিন, আলু, পিঁয়াজ, লবন, তেলের প্যাকেট বন্দি খাবার। এতে উপকৃত হবে প্রায় ২৫ হাজারের বেশি মানুষ। বাংলা নতুন বছরের এই উদ্যোগ নিয়েছে বসিরহাট দু নম্বর ব্লকের খোলাপাতা গ্রাম পঞ্চায়েতের প্রধান অপরেশ মুখার্জি, ব্লক সভাপতি সরোজ বন্দোপাধ্যায়, সমাজসেবী বদর উদ্দিন মোল্লা সহ তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত এর সদস্যরা। বিভিন্ন দিন ও রাত জেগে তৈরি হয়েছে প্যাকেট বন্দি খাবার। সেগুলি নিয়ে যাওয়ার জন্য সারি সারি দিয়ে গাড়ি দাঁড়িয়ে রয়েছে।

প্রশাসনিক বিধি-নিষেধ মেনে দূরত্ব বজায় রেখে এদিন খোলাপোতার অরবিন্দু তপোবনে হাইস্কুলের মাঠ থেকে এদিন পঞ্চায়েতের প্রত্যেক সদস্যের হাতে তুলে দেওয়া হয় তারাই গ্রামবাসীদের বাড়িতে বাড়িতে গিয়ে পৌঁছে দেবে খাবার।

গ্রাম ঘুরে ধনী ও ব্যবসায়ী কাছ থেকে ভিক্ষা করে ত্রাণ তুলে এই খাবার তুলে দেওয়া হয়। নতুন বছরের, নতুন দিনের এই খাবার সামগ্রী পেয়ে খুশি গ্রামের মানুষ। লকডাউন যে প্রতিদিনকার মত কাজ হারিয়েছে বহু দিনমজুর মানুষ। দৈনন্দিন জীবনে রুজিরোজগার হারিয়ে পথে বসেছে নিরন্নকে আহার তুলে দেওয়াই শপথ নিয়েছে এই গ্রাম পঞ্চায়েত।

দেশে করোনা সংক্রমণ সরকারের আয়ত্তের মধ্যে রয়েছে, জানাল নীতি আয়োগদেশে করোনা সংক্রমণ সরকারের আয়ত্তের মধ্যে রয়েছে, জানাল নীতি আয়োগ

English summary
no one to remain hungry, pledges village panchayat head in basirhat during bengali new year
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X