For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'এক দেশ এক রেশন কার্ড' নয় রাজ্যে বহাল থাকবে নেত্রী মমতার 'খাদ্যসাথী' প্রকল্প, ঘোষণা জ্যোতিপ্রিয়র

করোনা পরিস্থিতি মোকাবিলায় আত্মনির্ভর ভারত অভিযান প্যাকেজে অগস্ট থেকে একদেশ এক রেশন কার্ড চালু করার কথা ঘোষণা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী।

Google Oneindia Bengali News

করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবিলায় আত্মনির্ভর ভারত অভিযান প্যাকেজে অগস্ট থেকে একদেশ এক রেশন কার্ড চালু করার কথা ঘোষণা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী। কিন্তু পশ্চিমবঙ্গে সেই প্রকল্প কার্যকর হবে না বলে সাফ জানিয়ে দিলেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি বলেছেন রাজ্যে খাদ্যসাথী প্রকল্পই বহাল থাকবে।

এক দেশ এক রেশন কার্ড

এক দেশ এক রেশন কার্ড

পরিযায়ী শ্রমিকদের খাদ্য সংকট মোকাবিলায় আত্মনির্ভর ভারত অভিযান আর্থিক প্যাকেজে এক দেশ এক রেশন কার্ড চালু করার কথা ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। অগস্ট মাস থেকেই গোটা দেশে তা কার্যকর হয়ে যাবে বলে জানানো হয়েছে। এতে উপকৃত হবেন অসংখ্য পরিযায়ী শ্রমিক।

খাদ্যমন্ত্রীর ঘোষণা

খাদ্যমন্ত্রীর ঘোষণা

পশ্চিমবঙ্গ কিন্তু এক দেশ এক রেশন কার্ড কার্যকর করতে নারাজ। খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বৃহস্পতিবার জানিয়েছেন রাজ্যে মুখ্যমন্ত্রীর চালু করা খাদ্যসাথী প্রকল্পই বহাল থাকবে। তাতে উপকৃত হবেন পরিযায়ী শ্রমিকরা। ৬-৭ মাস আগেই তা কার্যকর করেছেন মুখ্যমন্ত্রী। তাতে রাজ্যের ৯ কোটি মানুষ খাবার পান।

 রাজ্যপালকে আক্রমণ

রাজ্যপালকে আক্রমণ

কেন্দ্রের ঘোষণা মত এখনও রাজ্যে পর্যাপ্ত চাল-ডাল আসছে না বলে অভিযোগ করেছেন খাদ্যমন্ত্রী। প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন পশ্চিমবঙ্গে ৩ মাস মুসুর ডাল দেওয়া হবে। এখন প্রতি মাসে রাজ্যে মুসুর ডাল লাগে ১৪, ৪৩০ মেট্রিক টন। কিন্তু এখনও পর্যন্ত পেয়েছে মাত্র ১৩,২৭০ মেট্রিক টন। পেয়েছে রাজ্য। আর রাজ্যপাল এই নিয়ে একের পর এক ভুল তথ্য দিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করেছেন জ্যোতিপ্রিয় মল্লিক।

রেশন দুর্নীতি

রেশন দুর্নীতি

করোনা লকডাউনের প্রথম থেকেই রেশন দুর্নীতি নিয়ে সরব হয়েছিলেন রাজ্যপাল সহ একাধিক বিরোধী রাজনৈতিক দলগুলি। জেলায় জেলায় জেলায় রেশন দুর্নীতির অভিযোগে বিক্ষোভও হয়েছে। এই নিয়ে মুখ্যমন্ত্রী ক্ষোভ প্রকাশ করেছিলেন জ্যোতিপ্রিয় মল্লিকের কাছে।

English summary
No one nation one ration schem bengal carry 'khadya sathi' for coronavirus locdown
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X