উৎসব থেকে কেউ বঞ্চিত হবেন না! মহালয়ার ভোরে টুইটে আশ্বাস মুখ্যমন্ত্রীর
উৎসব থেকে কেউ বঞ্চিত হবেন না। মহালয়ার দিন ভোরে এই টুইট বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। অভাবগ্রস্তদের দিকে সহায়তার হাত বাড়িয়ে দিতে এবং সর্বত্র আনন্দ ছড়িয়ে দিতে সবাইকে এগিয়ে আসার অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী।
২৪ ঘন্টায় দেশে করোনায় সংক্রমণ প্রায় ১ লক্ষের কাছে! বাড়ল মৃত্যু সংখ্যা ও সুস্থতার হার

সকলকে মহালয়ার শুভেচ্ছা
এদিন ভোরে করা টুইট বার্তায় মুখ্যমন্ত্রী সকলকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেছেন, তিনি সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছেন।

বাধা হবে না উৎসব পালনে
মুখ্যমন্ত্রী বলেছেন, করোনা সংক্রমণের কারণে, উৎসব পালনে নানা বিধিনিষেধ এসেছে। কিন্তু তাতে দুর্গাপুজোর স্পিরিট কমবে না। প্রত্যেক বাড়ি আলোকিত করার আহ্বানও জানিয়েছেন।

উৎসব থেকে কেউ বঞ্চিত হবেন না
করোনা পরিস্থিতিতে অন্যবারের পুজোর থেকে এবারের পুজোটা অনেকটাই আলাদা। সর্বত্র অনুষ্ঠান কিংবা খরচের কাটছাঁট। প্যান্ডেলে কীভাবে পুজোর আয়োজন করা হবে, তা নিয়ে ২৫ সেপ্টেম্বর পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। তার আগে মহালয়ার ভোরে মুখ্যমন্ত্রীর বার্তা উৎসব থেকে কেউ বঞ্চিত হবেন না। যা নিয়ে অনেকের মনেই আশার সঞ্চার হয়েছে।

যাঁদের প্রয়োজন, তাঁদের দিকে সাহায্যের হাত বাড়াতে আহ্বান মুখ্যমন্ত্রীর
মুখ্যমন্ত্রী সবাইকে এগিয়ে আসার আহ্বান করেছেন। যাঁদের প্রয়োজন, তাঁদের দিকে সাহায্যের হাত বাড়াতে আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সর্বত্র আনন্দের বার্তা ছড়িয়ে দেওয়ার আহ্বানও তিনি করেছেন।
