For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'আমায় নজরবন্দি করার ক্ষমতা কারও নেই' : অনুব্রত মন্ডল

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

বীরভূম, ১৭ এপ্রিল : যতই নির্বাচন কমিশনের নজরদারি থাকুক, যতই বিরোধীদের সমালোচনা থাকুক, বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মন্ডল রয়েছে নিজের প্রতাপেই। ভোটের দিনও বারবার সংবাদমাধ্যমের সামনে ধরা পড়েছে তাঁর দাপট।

দ্বিতীয় দফার বিধানসভা ভোটের LIVE UPDATE পড়ুন এখানে

নির্বাচন কমিশন নজরদারি বসিয়েছে, শোকজ করেছে, তারপরও ভাঙা যায়নি তাঁর ডিফেন্স। ভোটের দিনও একেবারে খোশমেজাজে তিনি। একইসঙ্গে বিরোধী ও কমিশনের দিকে ছুঁড়ে দিয়েছেন হুঙ্কার।

'আমায় নজরবন্দি করার ক্ষমতা কারও নেই' : অনুব্রত মন্ডল

জানিয়েছেন, তাঁকে নজরবন্দি করার সাহস কারও নেই। বিরোধীরা বুথে এজেন্ট দিতে পারছেন না বলে অভিযোগ ওঠায় সেই দায় তাঁর নয় বলেও গা ঝেড়ে ফেলেছেন তিনি। একইসঙ্গে গুড়-বাতাসা ও মুড়ির প্রসঙ্গ টেনে এনেছেন স্বভাবসিদ্ধ ভঙ্গিতে। জানিয়েছেন, বিসর্জনের সময়ে ঢাক-ঢোল বেজে উঠবে। ঠিক কি ইঙ্গিত করেছেন তিনি, তা অবশ্য খোলসা করেননি।

এর পাশাপাশি এদিন বোলপুরে নিজে ভোট দিতে যাওয়ার সময়ে অনুব্রত মন্ডলের বুকে দলের প্রতীক চিহ্ন ছিল। নির্বাচন আচরণবিধি অনুযায়ী যা করা যায় না। সেই নিয়েই বিরোধীরা সমালোচনায় সরব হয়েছেন। কিন্তু সব অভিযোগের প্রেক্ষিতেই নিরুত্তাপ রয়েছেন বীরভূম জেলা সভাপতি।

English summary
No one can keep me under surveillance : Anubrata Mandal, TMC ledaer, Birbhum
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X