For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কোনও 'পর্যবেক্ষক' নিয়োগ করেননি মমতা! দায়িত্ব বণ্টনের খবর ভুয়ো, দাবি তৃণমূলের

Google Oneindia Bengali News

কোনও পর্যবেক্ষক নিয়োগ করা হয়নি। এমনটাই জানিয়ে দিল তৃণণূল কংগ্রেস। এদিন একটি খবর প্রকাশিত হয়েছিল, যাতে বলা হয়েছিল যে বিভিন্ন জেলার দায়িত্বে বর্ষীয়ান নেতাদের নিযুক্ত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক পর্যবেক্ষক না হলেও এই নেতাদের কাজ পর্যবেক্ষকের মতোই হবে বলে দাবি করা হয়েছিল। তারপরই একটি টুইট করে এই খবরটি খণ্ডন করে তৃণমূল কংগ্রেস।

কোনও পর্যবেক্ষক নিয়োগ করেননি মমতা! দাবি তৃণমূলের

গত বছর সাগঠনিক রদবদলের সময় পর্যবেক্ষকের পদটি তুলে দিয়েছিলেন তৃণমূল নেত্রী। পরে তাঁকে বলতে শোনা গিয়েছিল, রাজ্যের সব জেলায় তিনিই অবজারভার। কিন্তু এখন পরিস্থিতি বদলেছে। দল ছেড়েছেন শুভেন্দু। দলে ভাঙন দেখা দিয়েছে বিভিন্ন জেলায়। এই পরিস্থিতে খবর প্রকাশ হয় যে, ভাঙন ঠেকাতেই ব্লুপ্রিন্ট সাজিয়েছেন মমতা।

প্রকাশিত খবর অনুযায়ী, পর্যবেক্ষকের পদটি ফিরিয়ে না আনলেও দলের কয়েকজন নেতাকে জেলার নেতাদের কর্মকাণ্ডের উপর নজর রাখার দায়িত্বভার দেওয়া হয়েছিল। দাবি করা হয়েছিল, প্রত্যেক জেলার মাথায় থাকছেন একজন করে বর্ষীয়ান নেতা। তবে এই খবরটি সঠিক নয় বলে জানানো হয় তৃণমূল কংগ্রেস।

সূত্র মারফত জানা গিয়েছিল যে নদিয়া ও জঙ্গলমহলের দায়িত্ব দেওয়া হয়েছে দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং কোচবিহারের দায়িত্ব দেওয়া হয়েছে দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীকে। হাওড়া, হুগলি, মালদা এবং মুর্শিদাবাদের দায়িত্বভার দেওয়া হয়েছে ফিরহাদ হাকিমকে। দুই বর্ধমান, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের দায়িত্ব দেওয়া হয়েছে অরূপ বিশ্বাসকে। মলয় ঘটক পেয়েছেন বাঁকুড়া ও পুরুলিয়ার দায়িত্বভার। দার্জিলিংয়ের দায়িত্বভার দেওয়া হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।

English summary
Donald Trump concedes victory after Congress approves Electoral college, ready for transition
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X