For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কোভিড হাসপাতালের চিকিৎসক–নার্সদের জন্য হোটেল খরচ আর নয়, সিদ্ধান্ত রাজ্যের

কোভিড হাসপাতালের চিকিৎসক–নার্সদের জন্য হোটেল খরচ আর নয়

  • By অভীক
  • |
Google Oneindia Bengali News

করোনা ভাইরাস পরিস্থিতিতে দেশ সহ পশ্চিমবঙ্গের আর্থিক অবস্থা খুবই বেহাল। এরকম অবস্থায় তাই এবার কিছু কঠোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। করোনা ভাইরাস ও লকডাউন আবহে সরকারি হাসপাতালের চিকিৎসক ও নার্সরা বেশকিছু অতিরিক্ত সুবিধা পেতেন। এবার সরকার থেকে সেগুলি বন্ধের সিদ্ধান্ত নিল রাজ্যের স্বাস্থ্য দপ্তর। বিপুল আর্থিক খরচ সামাল দিতেই সরকারের এই সিদ্ধান্ত।

কোভিড হাসপাতালের চিকিৎসক–নার্সদের জন্য হোটেল খরচ আর নয়, সিদ্ধান্ত রাজ্যের


প্রসঙ্গত, সব সরকারি কোভিড হাপাতালের চিকিৎসক এবং নার্সদের হাসপাতালের নিকটবর্তী হোটেলে থাকার সুবিধা দেওয়া হত। কারণ যানবাহনের সমস্যা চলছিল লকডাউন পরিস্থিতিতে। কিন্তু শনিবার স্বাস্থ্য ভবন থেকে বিশেষ নির্দেশে সেই ব্যবস্থা প্রত্যাহার করা হয়। আগামী সপ্তাহ থেকে আর কোনও সুবিধা পাবেন না সরকারি কোভিড হাসপাতালের চিকিৎক ও নার্সিং পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীরা। রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা ডাঃ অজয় চক্রবর্তী যদিও বলেছেন, '‌লকডাউন উঠে গিয়ে এখন পরিস্থিতি স্বাভাবিক। যানবাহনও চলছে। এমনকী ট্রেনও। তাই যাতায়াতের কোনও সমস্যা রইল না। এজন্যই এই ব্যবস্থা সরকার প্রত্যাহার করে নিল।’‌

আগামী সপ্তাহ থেকে সরকারি কোভিড হাসপাতালের চিকিৎসক ও নার্সদের বাড়ি থেকেই হাসপাতালে আসতে হবে। জেলার সরকারি কোভিড হাসপাতালে চিকিৎসক ও নার্সদের বাড়ি থেকে আনার জন্য বিশেষ ব্যবস্থা চালু হয়েছে। তাই আলাদা করে হোটেল বা বোর্ডিং ব্যবস্থা চালু রাখার প্রয়োজনীয়তা কমেছে। বস্তুত, টানা পাঁচমাস এই ব্যবস্থা চালু ছিল।

কালীঘাটের টালির ছাদের নিচে জমা হচ্ছে কাটমানি! শুভেন্দু গড়ে দাঁড়িতে মমতাকে আর যা বললেন দিলীপকালীঘাটের টালির ছাদের নিচে জমা হচ্ছে কাটমানি! শুভেন্দু গড়ে দাঁড়িতে মমতাকে আর যা বললেন দিলীপ

English summary
no more expenses for boarding of doctors and nurses from covid hospitals
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X