For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জলপাইগুড়িতে থানার ব্যারাকে নেই আলো, নিরাপত্তা হীনতায় ভুগছেন মহিলা পুলিসকর্মীরা

জলপাইগুড়িতে থানার ব্যারাকে নেই আলো, নিরাপত্তা হীনতায় ভুগছেন মহিলা পুলিসকর্মীরা

  • |
Google Oneindia Bengali News

মহিলাদের নিরাপত্তা নিয়ে যখন সারা দেশে চলছে আন্দোলন। কিন্তু তার মধ্যে জলপাইগুড়িতে দেখা গেল উল্টো চিত্র। জলপাইগুড়ি থানার ব্যারাকে মহিলাদের ঘরেই আলো জ্বলে না। দুদিন ধরে আলো না জ্বললেও হেলদোল নেই প্রশাসনের।শুধু তাই নয় ঘরে গিয়ে দেখা গেল টিউব লাইটটাও নেই। করা যেন খুলে নিয়ে গেছে। রাতের অন্ধকারে অসহায় অবস্থায় ঘরে চারজন মহিলা পুলিসকর্মী বসে আছেন।

জলপাইগুড়িতে থানার ব্যারাকে নেই আলো, নিরাপত্তা হীনতায় ভুগছেন মহিলা পুলিসকর্মীরা

জলপাইগুড়ি কোতয়ালি থানার মহিলা কনস্টেবল, লেডি হোমগার্ডদের ব্যারাকটি দির্ঘদিন ধরেই বেহাল। গত দুদিন থেকে সন্ধ্যে নামতেই ব্যারাক অন্ধকারে ডুবে যায়। বার বার প্রশাসনের কর্তাদের বলা সত্বেও কেউ কর্নপাত করেনি। অগত্যা মোমবাতি জ্বালিয়েই রাত কাটাতে হচ্ছে মহিলা পুলিশ কর্মীদের। শুক্রবার সন্ধ্যায় ব্যারাকে গিয়ে দেখা যায় অন্ধকারের মধ্যেই ডিউটি করছেন মহিলা পুলিশ কর্মী। তারা জানান এখানে পুলিশ কর্মী ছাড়াও দুজন আসামিও রয়েছে। তারা জানান গত দুদিন ধরে তাদের ব্যারাকে আলো জ্বলছে না। তারা বিষয়টি থানার মেজবাবু কে জানিয়েছেন। এই অবস্থায় মোমবাতি জ্বালিয়ে তাদের রাতের বেলায় ডিউটি করতে হচ্ছে। একপ্রকার আতঙ্কের মধ্যেই তাদের রাতের ডিউটি করতে হচ্ছে বলে জানিয়েছেন মহিলা পুলিশ কর্মীরা।

মহিলা ব্যারাকের নিরাপত্তার অভাব এবং অন্ধকারে তাদের ডিউটি করতে হচ্ছে এই খবর ছড়িয়ে পড়ায় চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়ি জেলায়। মহিলা পুলিশ কর্মীদের উপর প্রশাসনের এহেন আচরণে সরব হয়েছেন বিরোধীরা। তাদের কথায় পুলিশ ব্যারাকে যদি এই অবস্থা হয় তাহলে রাজ্যে মহিলাদের নিরাপত্তা কোথায়। যদিও প্রশাসন সূত্রে জানা গেছে ওই ব্যারাকে কোনো যান্ত্রিক ত্রুটির কারণে একদিন আলো জ্বলেনি। দ্রুত সেটা মেরামতির ব্যবস্থা করা হচ্ছে।

English summary
No lights in police station barrak oj jalpaiguri
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X