For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সংখ্যালঘুদের আধিক্য রয়েছে এমন স্কুলে ডাইনিং হলের নির্দেশ বাতিল করল পশ্চিমবঙ্গ সরকার

বিতর্কের বিজ্ঞপ্তি জারির পর তা বলবৎ করার আগেই স্কুলে ডাইনিং হল সংক্রান্ত নির্দেশ বাতিল করল পশ্চিমবঙ্গ সরকার।

  • |
Google Oneindia Bengali News

বিতর্কের বিজ্ঞপ্তি জারির পর তা বলবৎ করার আগেই স্কুলে ডাইনিং হল সংক্রান্ত নির্দেশ বাতিল করল পশ্চিমবঙ্গ সরকার। রাজ্যের কোনও স্কুলে সংখ্যালঘু ছাত্র-ছাত্রীর সংখ্যা বেশি থাকলে সেখানে তৈরি করতে হবে ডাইনিং হল। এই মর্মে সরকারি স্কুলগুলিতে নির্দেশিকা পাঠিয়েছিল সংখ্যালঘু বিষয়ক দপ্তর। এই নির্দেশিকায় বলা হয়েছে শুক্রবার অর্থাৎ ২৮ জুনের মধ্যে সংখ্যালঘু ছাত্রছাত্রীর সংখ্যা বেশি রয়েছে এমন স্কুলের তালিকা পাঠিয়ে দিতে হবে।

সংখ্যালঘু অধ্যুসিত স্কুলে ডাইনিং হলের নির্দেশ বাতিল হল

নির্দেশিকায় বলা হয়, যেসব সরকারি স্কুলে বেশিরভাগ সংখ্যালঘু পড়ুয়া রয়েছে সেই স্কুলগুলিকে চিহ্নিত করে স্কুলের নাম, কোন ব্লকে রয়েছে তা জানানো ছাড়াও পড়ুয়ার সংখ্যা এবং সংখ্যালঘুদের সংখ্যা ইত্যাদি বিস্তারিত ভাবে পাঠাতে হবে।

এই ঘটনার পরই বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ প্রশ্ন তোলেন, কেন ধর্মের ভিত্তিতে রাজ্যের মধ্যে বিভাজন তৈরি করতে চাইছে তৃণমূল সরকার? এই ঘটনার পিছনেও ষড়যন্ত্র রয়েছে বলে ঘুরিয়ে দাবি করেন তিনি।

এই ঘটনার পর এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন, এই নির্দেশ বাতিল করা হচ্ছে। বদলে সমস্ত ছাত্রছাত্রীদের জন্যই এই ডাইনিং হলের ব্যবস্থা করা হবে। পুরনো তিন বছর আগের একটি নির্দেশ ছিল। সংখ্যালঘু দফতরের হাতে থাকা টাকা খরচ করার উদ্দেশ্যেই এটা ভাবা হয়েছিল। তবে তা সরাসরি বাতিল করা হচ্ছে।

English summary
No dining hall in govt schools for minority student, instead it will be fpr all, says CM Mamata
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X