For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কৌশলী মুখ্যমন্ত্রী মাঝেরহাট কাণ্ডে বল ঠেললেন মেট্রো রেলের কোর্টে, বৃহস্পতিবার নবান্নে জরুরি বৈঠক

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ব্রিজ পরিদর্শনে এসে ঘুরিয়ে মেট্রো রেলের কোর্টে বল ঠেললেন।

  • |
Google Oneindia Bengali News

মেট্রো রেলের কাজের জন্য মাঝেরহাটের ব্রিজ দুর্ঘটনার তত্ত্ব সরকারের মন্ত্রীরা বেশ কয়েকবার বলেছেন মঙ্গলবার থেকেই। পুরমন্ত্রী ফিরহাদ হাকিম বলেছিলেন, মেট্রোর কাজের জন্য হেভি পাইলিং করতে হয়েছে। যার ফলে মাটি আলগা হয়ে দুর্ঘটনা ঘটে থাকতে পারে। তারপরে এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ব্রিজ পরিদর্শনে এসে সেই সুরেই কথা বললেন। ঘুরিয়ে মেট্রো রেলের কোর্টে বল ঠেললেন।

কৌশলী মুখ্যমন্ত্রী মাঝেরহাট কাণ্ডে বল ঠেললেন মেট্রো রেলের কোর্টে, বৃহস্পতিবার নবান্নে জরুরি বৈঠক

এদিন মমতা বলেন, অনেক বড় ঘটনা হতে পারত। ব্রিজ ভেঙে পড়লেও ঈশ্বরের আশীর্বাদে আরও বিপদজ হতে পারত। একজনের মৃত্যু হয়েছে। সেটা দুর্ভাগ্যজনক। মৃতের পরিবারকে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। আহতদের ৫০ হাজার টাকা দেওয়া হবে। যেভাবে সকলে মিলে উদ্ধারকাজ সামলেছেন তাতে সকলকে ধন্যবাদ জানান মমতা। স্থানীয়দেরও অভিবাদন জানান।

এই ব্রিজ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, ৫৪ বছর পুরনো এই ব্রিজ। এমন অনেক ব্রিজ বাংলায় রয়েছে যার কাগজপত্র সহজে পাওয়া যায়না। সরকার ছয় মাস অন্তত ব্রিজ পর্যবেক্ষণ করে। আগামিদিনে আরও কড়া পর্যবেক্ষণে রাখা হবে। যেজন্য বৃহস্পতিবার নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠক রয়েছে।

[আরও পড়ুন:মুখ্যমন্ত্রীর উপস্থিতিতেই উদ্ধার হল আরও একটি দেহ, মাঝেরহাট ব্রিজ কাণ্ডে মৃত বেড়ে ২][আরও পড়ুন:মুখ্যমন্ত্রীর উপস্থিতিতেই উদ্ধার হল আরও একটি দেহ, মাঝেরহাট ব্রিজ কাণ্ডে মৃত বেড়ে ২]

এর আগেই কৌশলী মমতা পারিপার্শ্বিক অবস্থা ব্যাখ্যা করে জানান, গত ৯ বছর ধরে এখানে মেট্রোর কাজ চলছিল। কাজ হলে স্থানীয়রা ভাবতেন যেন ভূমিকম্প হচ্ছে। তবে কোন ঘটনা বড় কোনটা ছোট তা এখনই বলছি না। কোনও ঘটনাকেই ছোট বলে দেখছি না। সবকিছু খতিয়ে দেখা হচ্ছে। ব্রিজ মেরামতির যে সময় লাগবে তার জন্য এলাকার মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

[আরও পড়ুন: কলকাতায় ফিরেই মাঝেরহাট ব্রিজ পরিদর্শনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়][আরও পড়ুন: কলকাতায় ফিরেই মাঝেরহাট ব্রিজ পরিদর্শনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়]

তবে মেট্রো রেল আগেই তাদের অবস্থান স্পষ্ট করে জানিয়েছে, গত একবছর ধরে এই এলাকায় মেট্রোর কোনও কাজ হচ্ছিল না। এই ব্রিজ ভেঙে পড়ার সঙ্গে মেট্রো রেলের কোনও সম্পর্ক নেই।

English summary
No angle is less or more important for us, says CM Mamata on Majerhat Bridge collapse incident
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X