মমতার গড়ে বিজেপিকে টক্কর দিতে ভোটরণাঙ্গনে নামছে জেডিইউ! নীতীশের দলের কোন গেমপ্ল্যান
বিহারের নির্বাচনী ময়দানে ফলাফলের পর থেকেই জোট শরিক বিজেপির সঙ্গে সম্পর্ক খুব একটা ভালোর দিকে বইছে না নীতীশের জেডিইউয়ের। এদিকে, নীতীশ মন্ত্রিসভা নিয়ে বিজেপির ছড়ি ঘোরানোর মাঝেই জানা যাচ্ছে দুই জোট শরিকের মধ্যে মন কষাকষি এখনও অব্যাহত। এমন এক পরিস্থিতিতে বাংলার ভোটে প্রার্থী দিচ্ছে জেডিইউ।

জেডিইউ কতজন প্রার্থী দিচ্ছে বাংলায়?
সূত্রের দাবি, বাংলায় ২৯৪ আসনের মধ্যে জেডিইউ ৭০ টি আসনে প্রার্থী দিচ্ছে। এর আগে, আসাদউদ্দিনের মিমের তরফে খবর ছিল যে তারা বাংলায় ৭০ আসনে প্রার্থী দিচ্ছে। প্রসঙ্গত, ভোট কাটোয়া ইস্যুতে বারবার বিহারে মিমের নাম উঠে আসে। এরপর বিজেপি বিরোধীরা অভিযোগ করে যে বাংলাতে তৃণমূলের ভোট কাটতেই মিমের আগমনষ। তবে জেডিইউ এবার বাংলায় এলে বিজেপির কিছুটা সমস্যা হতে পারে ।

কেন শরিক বিজেপির জন্য কাঁটা হতে পারে জেডিইউ!
হিন্দিভাষী ভোটব্যাঙ্কের খাতে বিজেপির ভোট কাটার ক্ষেত্রে জেডিইউ মোক্ষম অস্ত্র হতে পারে। যা পরোক্ষে মমতার গড়ে তৃণমূলকে সাহায্য করতে পারে ভোটব্যাঙ্কের ক্ষেত্রে। বিহারে বিজেপির সঙ্গে জেডিইউ ঘর করলেও, বাংলার বুকে বিজেপির বিরুদ্ধে প্রার্থী দিতে পিছপা নয় জেডিইউ।

বাংলার বুকে গোবলয়ের দলের উত্থান!
এমনিতেই বিজেপির প্রবেশ নিয়ে তৃণমূলের তরফে 'বহিরাগত' ইস্যুতে পারদ চড়েছে। এরপর গোবলয়ের দল হিসাবে পরিচিত নীতীশ কুমারের জেডিইউয়ের পালা। মূলত, বিহারে যেভাবে নীতীশের জেডিইউকে ব্যাকফুটে রেখে বিজেপি চালকের আসনে এগোচ্ছে তার প্রেক্ষাপটে বাংলায় জেডিইউর আগমন বলে মনে করছে অনেকে। এছাড়াও নীতীশের বিরুদ্ধে বহুবার এমন অভিযোগ উঠেছে যে তিন চেনা পরিসরের বাইরে দলকে নিয়ে যান না। সেই তকমা ঘোচাতে এবার বাংলার বুকে জেডিইউ সর্বশক্তি নিয়ে ঝাঁপাতে চলেছে।

কোন বলয়ে নীতীশের দলের নজর!
মূলত, বিহার সংলগ্ন, মালদা , মুর্শিদাবাদ, বাঁকুড়া, পুরুলিয়ায় প্রার্থী দেওয়ার পাশাপাশি, নন্দীগ্রাম, ২৪ পরগনাতেও প্রার্থী দেওয়ার কতা ভাবছে জেডিইউ। এক বেসরকারি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, দলীয় নেতা নীতীশ কুমারের ছড়াপত্র পেলেই এই বিষয়ে জেডিইউ নিজের বক্তব্য পেশ করবে।

শরিক বিজেপির বিরুদ্ধে জেডিইউ
বিহারে বিজেপি জেডিইউয়ের জোট হলেও, বিজেপির শাসনে থাকা অরুণাচলে বিজেপির মূল প্রতিপক্ষ জেডিইউ। অন্যদিকে, ঝাড়খন্ডেও বিজেপির বিরুদ্ধে প্রার্থী দিয়ে ভোট যুদ্ধে লড়েছে জেডিইউ।
বদলে গিয়েছে রাজনৈতিক সমীকরণ! শুভেন্দু গড়ে তৃণমূলের অফিসে এবার অভিষেকের ছবি