For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মমতার মন্ত্রিসভায় এবার মহিলা মুখ তিনগুণ, একুশে জিতে কে পেলেন কোন দফতর

মমতার মন্ত্রিসভায় এবার মহিলা মুখ তিনগুণ, একুশে জিতে কে পেলেন কোন দফতর

Google Oneindia Bengali News

পরপর তিনবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার প্রতিষ্ঠার পিছনে বড় হাত রয়েছে রাজ্যের মহিলা ভোটারদের। মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর দ্বিতীয় জমানায় মহিলাদের বিশেষ করে গুরুত্ব দিয়েছেন। এবারও ইস্তেহারে মহিলাদের জন্য ভুরি ভুরি প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। সেইসব দিক মাথায় রেখে মন্ত্রিসভাতেও মহিলা মন্ত্রীর সংখ্যা বাড়ালেন মমতা।

মমতা-ক্যাবিনেটে মোট ৯ মহিলা মন্ত্রীর

মমতা-ক্যাবিনেটে মোট ৯ মহিলা মন্ত্রীর

সোমবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ৪৪ সদস্যের রাজ্য মন্ত্রিসভায় মহিলার সংখ্যা এবার অনেকটাই বেড়েছে।। এবার মমতা-ক্যাবিনেটে শপথ নিয়েছেন মোট ৯ জন মহিলা মন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া মন্ত্রিসভার ৪৩ সদস্য এদিন শপথ নেন। তাঁদের মধ্যে ছিলেন ৮ জন মহিলা। ১ জন পূর্ণমন্ত্রী, ৩ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং ৪ জন প্রতিমন্ত্রী রয়েছেন।

২০১৬-য় মমতার সঙ্গে ২, একুশে ৮

২০১৬-য় মমতার সঙ্গে ২, একুশে ৮

২০২১-এ যেখানে ৯ জন মহিলা মন্ত্রী শপথ নিলেন, তেমনই ২০১৬-য় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শপথ নিয়েছিলেন ২ জন মহিলা মন্ত্রী। তাঁরা হলেন শশী পাঁজা ও সন্ধ্যারানি টুডু। এবার বিধানসভা ভোটে বিপুল জয়ের পিছনে মহিলা ভোটারদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তাই এবারের মন্ত্রিসভাতেও তার প্রতিফলন দেখা গিয়েছে।

মমতার ক্যাবিনেটে বাকি ৮ মহিলা যাঁরা

মমতার ক্যাবিনেটে বাকি ৮ মহিলা যাঁরা

এবার মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া যে ৮ জন মহিলা সদস্য মন্ত্রী হয়েছেন, তাঁদের মধ্যে পূর্ণমন্ত্রী হয়েছেন একমাত্র শশী পাঁজা। চন্দ্রিমা ভট্টাচার্য, রত্না দে নাগ ও সন্ধ্যারানি টুডু পেয়েছেন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রীর পদ। শিউলি সাহা, সাবিনা ইয়াসমিন, বীরবাহা হাঁসদা ও জ্যোৎস্না মান্ডি প্রতিমন্ত্রীর পদ পেয়েছেন। এঁদের মধ্যে চারজন নতুন মুখ। তাঁরা হলেন, রত্না, শিউলি, বীরবাহা ও জ্যোৎস্না।

কে কোন দফতরের মন্ত্রী হলেন

কে কোন দফতরের মন্ত্রী হলেন

শশী পাঁজা আগের দুইবারও মমতার ক্যাবিনেটে ছিলেন। এবারও তাঁর দফতর পরিবর্তন হয়নি। তিনি পেয়েছেন নারী ও শিশু কল্যাণ দফতর ও সমাজকল্যাণ দফতর। চন্দ্রিমা ভট্টাচার্য এবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ দফতরের প্রতিমন্ত্রী হয়েছেন। এছাড়া পুর ও নগরোন্নয়ন দফতর স্বাধীন দায়িত্বের পাশাপাশি ভূমি ও ভূমি-সংস্কার দফতর এবং শরণার্থী ও পুনর্বাসন দফতরের প্রতিমন্ত্রী হয়েছেন। সন্ধ্যারানি টুডু পশ্চিমাঞ্চল উন্নয়নের স্বাধীন দায়িত্বের পাশাপাশি পরিষদীয় প্রতিমন্ত্রী হয়েছেন। রত্না দে নাগা পেয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি এবং জৈব প্রযুক্তি বিষয়ক দফতরের প্রতিমন্ত্রীর দায়িত্ব। কেশপুর থেকে দ্বিতীয়বার জিতে আসা বিধায়ক শিউলি সাহা হয়েছেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী। সাঁওতালি চলচ্চিত্রের অভিনেত্রী বীরবাহা হাঁসদা বন প্রতিমন্ত্রী হয়েছেন। জ্যোৎস্না মান্ডি খাদ্য ও সরবারাহ দফতরের প্রতিমন্ত্রী। আর সাবিনা পেয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন ও সেচ জলপথ দফতরের প্রতিমন্ত্রী।

English summary
Nine women ministers take oath in Mamata Banerjee’s cabinet after winning in 2021
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X