রাজ্যে জারি হতে পারে নাইট কার্ফু, মুখ্যসচিবদের চিঠি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের
ফের রাজ্যে জারি হতে পারে নাইট কার্ফু। ইতিমধ্যেই কলকাতায় মিলেছে ব্রিটেনের করোনা স্ট্রেন গোটা ভারতে সেই সংখ্যা ২০। পরিস্থিতি মোকাবিলায় সব রাজ্যের মুখ্যসচিবদের চিঠি পাঠিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। তাতে বর্ষবরণের উৎসবে রাশ টানতে নাইট কার্ফু জারির কথা বলা হয়েছে। তবে সব রাজ্য সেই পথে যাবেন কিনা তা এখনও ঠিক হয়নি। সেই দায়িত্ব রাজ্যগুলির হাতে ছেড়ে দেওয়া হয়েছে। কলকাতা হাইকোর্ট ইতিমধ্যেই বর্ষ বরণের উৎসবে রাশ টানতে পুলিস প্রশাসনকে কড়া নির্দেশ দিয়েছেন। পুজোর মতোই বর্ষবরণের উৎসবে রাশ টানতে বলা হয়েছে।

ফের জারি হতে পারে নাইট কার্ফু
ফের রাজ্যে জারি হতে পারে নাইট কার্ফু। বুধবার রাত থেকেই জারি হতে পারে নাইট কার্ফু। বর্ষবরণের উৎসবে রাশ টানতে সব রাজ্যের মুখ্য সচিবদের চিঠি পাঠিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। তাতে নাইট কার্ফু জারির করার কথা লেখা রয়েছে। বর্ষ বরণের উৎসবে রাশ টানতে রাজ্য গুলি নাইট কার্ফু জারি করতে পারে বলে চিঠিতে লেখা হয়েছে। যদিও সেই সিদ্ধান্ত রাজ্যগুলির উপরেই ছেড়ে দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।

বর্ষবরণের উৎসবে রাশ
ইতিমধ্যেই কলকাতা হাইকোর্ট বর্ষ বরণের উৎসবে রাশ টানার নির্দেশ দিয়েছে। পুজোর মতোই বর্ষবরণের উৎসবের আনন্দেও রাশ টানতে হবে বলে রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে আদালত। করোনা সংক্রমণের কোনও ঝুঁকি নেওয়া যাবে না। জমায়েত বন্ধ করতে পুলিস প্রশাসন কী পদক্ষেপ করল তা মুখ্যসচিব পুলিস কমিশনারকে জানাতে বলেছে আদালত। এর আগে পুজোর সময়ও তাই বলা হয়েছিল। রাজ্য সরকার সাফল্যের সঙ্গে তাতে নিয়ন্ত্রণ এনেছিল।

বর্ষবরণ বন্ধ করার আবেদন
কেন্দ্রের পক্ষ থেকে রাজ্য গুলির কাছে বর্ষবরণের উৎসব বন্ধ করার আবেদন জানানো হয়েছে। এই মধ্যেই পশ্চিমবঙ্গের মতো একাধিক রাজ্য পদক্ষেপ করতে শুরু করেছে। মহারাষ্ট্র সরকার বাড়াতি পুলিস নামিয়েছে রাস্তায়। রাজস্থান সরকারও তৈরি হয়ে রয়েছে। অন্যদিকে লখনউয়ে বর্ষবরণের উৎসবে জমায়েতে রাশ টানা হয়েছে। ১০০ জনের বেশি কোনও অনুষ্ঠানে থাকা যাবে বলে নির্দেশিকা জারি করেছে যোগী সরকার।

রাজ্যে করোনার নতুন স্ট্রেন
এদিকে ঠিক বুধবার সকালেই কলকাতায় করোনা ভাইরাসের নতুন স্ট্রেনের সন্ধান মিলেেছ। কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন লন্ডন ফেরত সেই যুবক। কলকাতায় আসার পরেই তাঁর শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ মেলে। তারপর থেকেই তাঁকে কলকাতা মেডিকেল কলেজে আইসোলেশনে রাখা হয়েছে। সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি। গোটা দেশে ইতিমধ্যেই ২০ জন করোনার নতুন স্ট্রেনে সংক্রমিত হয়েছেন।
প্রতীকী ছবি
শুভেন্দু আমূল বদলে ফেললেন ১০ দিনেই! বাংলা-বাঙালি ছেড়ে মুখের ভাষায় হিন্দি টান