For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাংলার ৪২ টি আসনের কোন কেন্দ্রে কে জিতছেন! এবিপি-নিয়েলসন সমীক্ষা যা বলছে

২০১৯ লোকসভা নির্বাচনে বাংলার ভাগ্যে কী রয়েছে, তা নিয়ে কৌতূহল রয়েছে বাঙালির। রাজ্যের কোন এলাকা থকে কে জিতবেন তা ঘিরে আগ্রহের পারদ ভোট উত্তাপের মতোই চড়েছে এতদিন।

Google Oneindia Bengali News

২০১৯ লোকসভা নির্বাচনে বাংলার ভাগ্যে কী রয়েছে, তা নিয়ে কৌতূহল রয়েছে বাঙালির। রাজ্যের কোন এলাকা থকে কে জিতবেন তা ঘিরে আগ্রহের পারদ ভোট উত্তাপের মতোই চড়েছে এতদিন। আজ ভোট পর্ব মিটতেই এবিপি -এসি নিয়েলসনের সমীক্ষা বলে দিচ্ছে, বাংলার ৪২ টি আসনের মধ্যে কোন জাজয়া থেকে কে জিতে আসতে পারেন। সেই ফলাফলে চোখ রাখা যাক।

বাংলার ৪২ টি আসনের কোন কেন্দ্র থেকে কে জিতছেন! এবিপি-নিয়েলসন সমীক্ষা যা বলছে


কোচবিহারে তৃণমূলের পরেশ অধিকারীর জিতে আসার সম্ভাবনা বেশি। আলিপুরদুয়ার থেকে বিজেপির জন বার্লা বাজিমাত করতে পারেন। জলপাইগুড়ি থেকে টিএমসির বিজয় বর্মন জিতে আসতে পারেন। দার্জিলিংয়ে বিজেপির রাজু বিস্ত জিতে নিতে পারেন ভোটযুদ্ধ। রায়গঞ্জে তারকার ভোট লড়াইয়ে শেষ হাসি হাসতে পারেন কানাইয়ালাল অগ্রবাল। বালুরঘাটের হাইভোল্টেজ লড়াইয়ে তৃণমূলকে মাত দিয়ে বিজেপির সুকান্ত মজুমদার পকেটে পুরে নিতে পারেন আসন। মালদা উত্তর কেন্দ্রে যদিও গড় তৃণমূলের হয়ে ধরে রাখতে চলেছেন মৌসম বেনজির নূর। মালদা দক্ষিণে গনি পরিবারের আবু হাসেম খান চৌধুরী জিতে নিতে পারেন কংগ্রেসের হয়ে আসনটি। জঙ্গিপুরে খালিলুর রহমন তৃণমূলের হয়ে আসন জিতে নিতে পারেন। বহরমপুর থাকছে কংগ্রেসের অধীর চৌধুরীর দখলে। এমনটাই দাবি এসি নিয়েলসনের সমীক্ষায়। মুর্শিদাবাদের আসনটি তৃণমূলের আবিু তাহের পকেটে পুরে নিতে পারেন। এবার দেখা যাক, দক্ষিণবঙ্গের কয়েকটি এলাকার ভোট সমীকরণ প্রার্থীর বিচারে।

দক্ষিণবঙ্গের কৃষ্ণনগরে তৃণমূলের মহুয়া মৈত্র গড় ধরে রাখছেন। রানাঘাটে বিজেপির জগন্নাথ সরকার জয়ী হতে পারেন। বনগাঁয় ঠাকুরবাড়িক যুদ্ধের ইস্যু সঙ্গে নিয়ে মমতাবালা ঠাকুর তৃণমূলের হয়ে গড় ধরে রাখতে পারেন। ব্যারাকপুরে অর্জুন সিং বনাম দীনেশ ত্রিবেদীর হাইপ্রোফাইল যুদ্ধে ঘাসফুলের দীনেশ ত্রিবেদী জয়ী হতে পারেন। হাওড়ায় তৃণমূলের প্রসূন বন্দ্যোপাধ্যায় নিজের আসন ধরে রাখবেন বলে দাবি এসি নিয়েলসনের সমীক্ষার। উলুবেড়িয়ায় প্রয়াত তৃণমূলের মন্ত্রী সুলতান আহমেদের স্ত্রী সাজদা আহমেদ তৃণমূলের হয়ে গড় ধরে রাখতে পারেন, শ্রীরামপুর নিজের দখলে রাখছেন তৃণমূলে কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এমনই দাবি এসি নিয়েলসন ও এবিপি-র সমীক্ষায়। (এই সমীক্ষার হিসাব পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।)

সপ্তমদফা ভোট গ্রহণ শেষ হতেই শুরু হয়ে গেল ২০১৯ লোকসভা নির্বাচন ঘিরে সুপার কাউন্টডাউন পর্ব। এখন অপেক্ষা ২৩ মে-র জন্য। সেদিনই জানা যাবে এই ঐতিহাসিক নির্বাচনের ফলাফল।
সারা দেশের লোকসভার ৫৪২ টি আসনের ভাগ্য নির্ধারণ ইতিমধ্যেই হয়ে গিয়েছে। এবার অপেক্ষা সেই মাহেন্দ্রক্ষণের ,যখন প্রকাশ হবে ২০১৯ লোকসভা নির্বাচনের ফলাফল।

English summary
Exit poll 2019: ABP Nielson prediction on list of winning candidates from West Bengal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X