এবার করোনার হানা নাইসেডে! আক্রান্ত অধিকর্তা ভর্তি বেলেঘাটা আইডিতে
এবার করোনা আক্রান্ত নাইসেডের অধিকর্তা শান্তা দত্ত। তাঁকে বেলেঘাটা আইডিতে ভর্তি করা হয়েছে বলে জানা গিয়েছে। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে। চিকিৎসকরা তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন।

শুক্রবার থেকে অসুস্থ নাইসেড অধিকর্তা
জানা দিয়েছে, গত শুক্রবার থেকে অসুস্থ নাইসেডের অধিকর্তা শান্তা দত্ত। শনিবার তাঁর নমুনা পরীক্ষার জন্য পাছানো হয়। মঙ্গলবার সন্ধেয় রিপোর্ট আসে। তবে শুধু তিনিই নন, নাইসেডের আরও ৩০ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

ভর্তি বেলেঘাটা আইডিতে
বেলেঘাটা আইডি সূত্রে খবর, মঙ্গলবার সকালে তাঁকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডের কেবিনে ভর্তি করানো হয়েছে। আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল আছে বলেই জানা গিয়েছে।

কলকাতায় করোনা আক্রান্ত বেশি হওয়া নিয়ে মুখ্যমন্ত্রীর ব্যাখ্যা
কলকাতায় করোনা আক্রান্তের সংখ্যা বেশি হওয়া নিয়ে ব্যাখ্যা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নের সাংবাদিক সম্মেলন থেকে তিনি বলেন, আশপাশের জেলা, বিশেষ করে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং হাওড়া থেকে বহু রোগী এসে ভর্তি হন। এছাড়াও অন্য জেলা থেকেও রোগীরা আসেন। তাই কলকাতায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যাটা সব থেকে বেশি। পাশাপাশি মুখ্যমন্ত্রী সুস্থতার হার বৃদ্ধির কথাও উল্লেখ করেন।

সোমবার নতুন করে ৬২৪ জন আক্রান্ত
সোমবার সন্ধেয় দেওয়া মেডিক্যাল বুলেটিনে স্বাস্থ্যদফতরের তরফে জানানো হয়েছে রেকর্ড সংখ্যক ৬২৪ জন আক্রান্ত হয়েছেন করোনা ভাইরাসে। এঁদের মধ্যে সব থেকে বেশি ১৮০ জন কলকাতার। শুধুমাত্র কলকাতাতেই আক্রান্ত হয়েছেন ৫৭৫৩ জন।

আরজিকর হাসপাতালে সদ্যোজাতের দেহ লোপাট! মামলা দায়ের হাইকোর্টে