For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা মোকাবিলায় নিকোপার্কে কোয়ারেন্টাইন সেন্টার

করোনা মোকাবিলায় নিকোপার্কে কোয়ারেন্টাইন সেন্টার

  • By অভীক
  • |
Google Oneindia Bengali News

যতদিন যাচ্ছে ততই করোনা পরিস্থিতি আরও ভয়াবহ হচ্ছে। যা সামাল দিতে হিমসিম খাচ্ছে রাজ্যের স্বাস্থ্য দফতর। এক কথায় বলা যায় কর্নার কাছে নতি স্বীকার করছে রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো। তাই বাধ্য হয়েই রাজ্যের একাধিক জায়গায় খুলে যাচ্ছে কোয়ারেন্টাইন সেন্টার। সম্প্রতি হাওড়ার স্টেডিয়াম থেকে ইডেন গার্ডেন স্টেডিয়ামকে কোয়ারানটি সেন্টারে পরিণত করেছে রাজ্য সরকার এবার সল্টলেকের সেক্টর ফাইভের নিকোপার্ককেও কোয়ারানটিন সেন্টার হিসেবে তুলে দেওয়া হয়েছে রাজ্য সরকারের হাতে।

করোনা মোকাবিলায় নিকোপার্কে কোয়ারেন্টাইন সেন্টার

জানা গিয়েছে, ১০০টি বেড দিয়ে শুরু হয়েছে রাজ্যের এই নতুন কোয়ারানটিন সেন্টার। তবে প্রয়োজনে আরও ৫০টি বেড বাড়ানো যাবে বলে জানানো হয়েছে। পার্কের ভিতরে থাকা একটি বড় হলঘর রয়েছে। যা সাধারণত বিয়ে বা জন্মদিনের জন্য ভাড়া দেওয়া হয় সেখানেই এই সেফ হাউস গড়ছে বিধাননগর পুরনিগম কর্তৃপক্ষ। ইতিমধ্যেই পার্ক কর্তৃপক্ষ এই হলঘরটি তুলে দিয়েছে পুরনিগম কর্তৃপক্ষের হাতে। এখন সেখানে স্যানিটাইজেশনের কাজ চলছে। তা শেষ হলেই সেখানে রোগীদের থাকার ব্যবস্থা করা হবে। আশা করা যাচ্ছে আগামী ২৬-২৭ তারিখ থেকেই এই সেফ হাউস খুলে দেওয়া যাবে।

তবে এই সেফ হাউসে কারা থাকবে তা ঠিক করবে পুরনিগম কর্তৃপক্ষই।
প্রসঙ্গত, করোনা প্যানডেমিকের কারণে লকডাউনের শুরু থেকেই বন্ধ রয়েছে নিকো পার্ক। এতদিন ধরে পার্কটি বন্ধ ব্যবসা বিপুল ক্ষতির মুখে পড়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবু রাজ্যে করোনা সেন্টারের অভাব প্রকট হয়ে ওঠায় পার্কের ব্যাংকোয়েট হলটি কোভিড সেন্টারে পরিণত করা হল।

পুরনিগমের মেয়র পারিষদ প্রণয় কুমার রায় জানিয়েছেন, মূলত যাদের বাড়িতে আইসোলেশনের ব্যবস্থা নেই তারা এখানে সেফহোম কোয়ারেন্টাইন এ থাকতে পারবে।আপাতত ১৪ দিন এঁদের সেফ হাউসে রাখা হবে। তাঁদের সমস্ত খরচ বহন করবে পুরনিগমই। প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থাও করা হবে।'

লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্ত! সুন্দরবনের হিঙ্গলগঞ্জ রেড জোন ঘোষণালাফিয়ে বাড়ছে করোনা আক্রান্ত! সুন্দরবনের হিঙ্গলগঞ্জ রেড জোন ঘোষণা

English summary
Nicco park ins new quarantine centre in Kolkata
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X