For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এনআইএ বৈঠক করল নবান্নে, জঙ্গি ঘাঁটির হদিশ পেতে রাজ্যের সহায়তা চায় তদন্তকারী সংস্থা

এনআইএ বৈঠক করল নবান্নে, জঙ্গি ঘাঁটির হদিশ পেতে রাজ্যের সহায়তা চায় তদন্তকারী সংস্থা

Google Oneindia Bengali News

আল কায়দা সন্দেহভাজন ৬ জন জঙ্গিকে গত শনিবার এনআইএ মূর্শিদাবাদ থেকে গ্রেফতার করে। সোমবার রাতে ধৃত ৬ জনকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তিনটে বিমানে করে দিল্লি নিয়ে যাওয়া হল। মঙ্গলবার এই তিন জঙ্গিকে পাটিয়ালা কোর্টে পেশ করা হবে। জঙ্গিদের নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আদালতে আবেদন করবে এনআইএ।

এনআইএ বৈঠক করল নবান্নে, জঙ্গি ঘাঁটির হদিশ পেতে রাজ্যের সহায়তা চায় তদন্তকারী সংস্থা


দিল্লি ফিরে যাওয়ার আগে নবান্নে গিয়ে রাজ্য প্রশান কর্তাদের সঙ্গে বৈঠক করেন এনআইয়ের একজন পদস্থ কর্তা। জানা গিয়েছে, এ রাজ্যে জঙ্গিঘাঁটির হদিশ করতে এনআইএ সরকারের সঙ্গে সমন্বয় গঠন করবে। এরই মধ্যে জঙ্গিদের জেরা করে জানা গিয়েছে যে শুক্রবার বিকেল থেকে সন্ধ্যার মধ্যে তারা বৈঠক করে। গোয়েন্দারা জানার চেষ্টা করছে যে জঙ্গিরা বৈঠকে কি নিয়ে আলোচনা করেছে এবং তারা কোনও হামলার পরিকল্পনা করেছে কিনা, যদি তা করে থাকে তবে তা কোথায় কোথায় করার ছক কষেছে।

জেরায় জঙ্গিরা বাবুন আসওয়ারি সহ আর এক জঙ্গির নাম জানিয়েছে। অন্যদিকে পলাতক জঙ্গিদের খোজে তদন্ত চালাচ্ছে এনআইএ। প্রসঙ্গত, কেরল থেকেও ধরা হয়েছে আল কায়দার ৩ জঙ্গিকে। মূলত এই ন’‌জন মিলে দিল্লিতে নাশকতার ছক কষছিল বলে জানা গিয়েছে।

জিনজিয়াংয়ে পরিণত হচ্ছে তিব্বত! লামার দেশে চলছে জিনপিংয়ের গোপন 'ফ্যাক্টরি'জিনজিয়াংয়ে পরিণত হচ্ছে তিব্বত! লামার দেশে চলছে জিনপিংয়ের গোপন 'ফ্যাক্টরি'

English summary
nia metn in nabanna seeking the states help in locating the militant base
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X