For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

খাগড়াগড় কাণ্ডে ৩০ জনের নামে চার্জ গঠন, মামলার সাক্ষ্যগ্রহণ ১৯ আগস্ট থেকে!

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

কলকাতা, ১৭ জুলাই : প্রায় দুবছরের মাথায় অবশেষে খাগড়াগড় কাণ্ডে চার্জ গঠন করল এনআইএ। শনিবার কলকাতার নগর দায়রা আদালতে খাগড়াগড় বিস্ফোরণ মামলার চার্জ গঠন করা হয়েছে। এই মামলায় ৩০ জনের বিরুদ্ধ চার্জ গঠন করা হয়েছে। [খাগড়াগড় বিস্ফোরণ নিয়ে চার্জশিটে চাঞ্চল্যকর তথ্য পেশ এনআইএ-র]

বিচারক এদিন জানিয়েছেন, ১৯ আগস্ট থেকে মামলার সাক্ষ্যগ্রহণ নেওয়া শুরু হবে। ২০১৪ সালে বর্ধমানের খাগড়াগড়ে বিস্ফোরণের পরই ভারতে বিশেষ করে পশ্চিমবঙ্গে বাংলাদেশের জঙ্গি সংগঠন জেএমবি-র বিশাল নেটওয়ার্কের হদিশ পাওয়া যায়। [ বর্ধমান বিস্ফোরণ : জেএমবির পুনরুত্থানে ভারতের উদ্বেগের যথেষ্ট কারণ রয়েছে]

খাগড়াগড় কাণ্ডে ৩০ জনের নামে চার্জ গঠন, মামলার সাক্ষ্যগ্রহণ ১৯ আগস্ট থেকে!

উল্লেখ্য পশ্চিমবঙ্গে ঘাঁটি গেড়ে, এখান থেকেই ধারাবাহিক নাশকতা চালিয়ে বাংলাদেশের হাসিনা সরকারকে উৎখাতই ছিল তাদের লক্ষ্য।[বর্ধমানে বসেই শেখ হাসিনাকে খুনের ছক কষছিল জেএমবি?]

খাগড়াগড় বিস্ফোরণ মামলায় জামাত-উল-মুজাহিদিন বা জেএমবি রাঘব বোয়াল থেকে চুঁনোপুটি সহ মোট ৩০ জনের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে। ইতিমধ্যেই এদের মধ্যে ২০ জনকে গ্রেফতার করা হয়েছে। ১০ জন এখনও পলাতক। এদের বিরুদ্ধে UAPA আইনের একাধিক ধারায় মামলা করা হয়েছে। মামলা দায়ের করা হয়েছে অস্ত্র, বিস্ফোরণ এমনকী পাসপোর্ট আইনেও। [বর্ধমান কাণ্ড: স্থানীয় নেতাদের সাহায্য ছাড়া কিছু সম্ভব ছিল না, জানাল রেজাউল]

প্রসঙ্গত, ২০১৪ সালের অক্টোবরে দুর্গাপুজোর মাঝেই একটি বাড়িতে দুর্ঘটনাবশত বিস্ফোরণ ঘটলে গোটা বিষয়টি সামনে আসে। তারপরে তদন্তে গোয়েন্দারা জানতে পারেন, ওই বাড়িটিকে কার্যত বোমা বানানোর কারখানাতে পরিণত করেছিল এই দুষ্কৃতীরা।

English summary
NIA frames charges against 30 accused in Khagragarh
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X