বাংলায় জাল নোটের রমরমা, এনআইএ চারজনকে গ্রেফতার করতেই সামনে এল চাঞ্চল্যকর তথ্য
নোট বাতিল বলেও ভারতে জাল নোটের রমরমা ব্যবসায় ভাটা পড়েনি। গতবছরে নোট বাতিলের পর কিছুদিন পরিস্থিতি শান্ত ছিল। তবে কয়েকমাস পর থেকেই ফের একই অবস্থা। আর সারা দেশের মধ্যে জাল নোটের অন্যতম বড় হাব বাংলার জেলা মালদহ। সেখান থেকেই নিত্যদিন বাংলাদেশ সীমান্ত পার করে এদেশে ঢোকা জাল নোট ধরা হচ্ছে।

বৃহস্পতিবার রাতেও তাই হয়েছে। মালদহের বাসিন্দা জাল নোটের সঙ্গে জড়িত সন্দেহে হাওড়া থেকে চারজনকে গ্রেফতার করেছে এনআইএ। এই চারজনের কাছ থেকে মোট ৯ লক্ষ টাকার জাল নোট পাওয়া গিয়েছে।
জাতীয় তদন্তকারী দলের কাছে নির্দিষ্ট খবর ছিল। সেই অনুযায়ী একটি দল হানা দেয়। চারজনকে হাওড়া স্টেশন থেকে গ্রেফতার করা হয়। এনআইএ আধিকারিক সূত্রে জানা গিয়েছে, ধৃতদের কাছে ২ হাজার টাকার জাল নোট ছিল।
ধৃতদের নাম বরকত আনসারি, উতপল চৌধুরী, ফজুল মিঁয়া, রবজুল মিঁয়া। এই চারজনের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা করেছে পুলিশ। এদের সঙ্গে আর কারা জড়িত তা তদন্ত করে দেখা হচ্ছে।