For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

খাগড়াগড়-বিস্ফোরণকাণ্ডে এনআইএ-জালে দুই জঙ্গি, যৌথ অভিযানে সাফল্য গোয়েন্দাদের

খাগড়াগড়-বিস্ফোরণকাণ্ডে এনআইয়ের গোয়েন্দারা গ্রেফতার করল দুই জঙ্গিকে। দুই জঙ্গি কদর কাজি ও সাজ্জাদ আলির গ্রেফতারে গোয়েন্দারা প্রভবত সাফল্য পেলেন।

  • |
Google Oneindia Bengali News

খাগড়াগড়-বিস্ফোরণকাণ্ডে এনআইয়ের গোয়েন্দারা গ্রেফতার করল দুই জঙ্গিকে। দুই জঙ্গি কদর কাজি ও সাজ্জাদ আলির গ্রেফতারে গোয়েন্দারা প্রভবত সাফল্য পেলেন। সোমবার রাজ্য পুলিশের সঙ্গে যৌথ অভিযান চালায় এনআইএ। ওই অভিযানে হুগলির আরামবাগের ডোঙ্গল এলাকা থেকে দু-জনকে গ্রেফতার করতে সমর্থ হন গোয়েন্দারা।

খাগড়াগড়-বিস্ফোরণকাণ্ডে এনআইএ-জালে দুই জঙ্গি, যৌথ অভিযানে সাফল্য গোয়েন্দাদের

এই সাফল্যের পর গোয়েন্দারা জানান, পুলিশের নজর এড়াতে রাজমিস্ত্রি সেজে গা ঢাকা দিয়েছিল ওই জঙ্গিরা। দুজনেই জামাত-উল-মুজাহিদিন জঙ্গি। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালান কেন্দ্রীয় গোয়েন্দারা। ধৃত দুই জঙ্গিকে তোলা হয় ব্যাঙ্কশাল কোর্টের বিশেষ আদালতে।

২০১৪ সালের ২ অক্টোবর বর্ধমানের খাগড়াগড়ে একটি বাড়িতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। স্থানীয় নুরুল হাসান চৌধুরী বাড়ি ভাড়া দিয়েছিলেন নদিয়ার বাসিন্দা শাকিল আহমেদকে। ওই ভাড়াটে বিস্ফোরণস্থলেই মারা যান। পরে মারা যান শোভান নামে একজন। আবদুল হাকিম বিস্ফোরণে গুরুতর জখম হন।

এই ঘটনায় গ্রেফতার হয়েছিলেন শাকিল ও আবদুল হাকিমের স্ত্রীরা। বাড়ি থেকে উদ্ধার হয়েছিল প্রচুর পরিমাণ বিস্ফোরক, বোমা তৈরির মশলা, সরঞ্জাম। তদন্ত নেমে বিস্ফোরণ-কাণ্ডে জড়িত জামাত-উল-মুজাহিদিন। বেঙ্গালুরু থেকে গ্রেফতার হন মহম্মদ জহিদুল ইসলাম ওরফে কওসরকে। তারপর তাঁকে জেরা করেই অনেক নাম উঠে আসে। অনেকে গ্রেফতার হন। এখন পর্যন্ত ধৃতের সংখ্যা ২০।

English summary
NIA arrested two terrorists in Khagragarh blast case. They has been arrested from Arambag of Hoogli,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X