For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সুপ্রিম কোর্টে সারদা মামলায় সরলেন বিচারপতি! পরবর্তী শুনানি ২৭ ফেব্রুয়ারি

সারদাকাণ্ডে সুপ্রিম কোর্টে বুধবার সিবিআই মামলায় মুলতুবি হয়ে যায়। এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে ২৭ ফেব্রুয়ারি।

  • |
Google Oneindia Bengali News

সারদাকাণ্ডে সুপ্রিম কোর্টে বুধবার সিবিআই মামলায় মুলতুবি হয়ে যায়। এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে ২৭ ফেব্রুয়ারি। ডিভিশন বেঞ্চ থেকে বিচারপতি নাগেশ্বর রাও অব্যাহতি চেয়েছেন। কেননা আইনজীবী থাকাকালীন সময়ে তিনি এই মামলায় অংশ নিয়েছিলেন।

সুপ্রিম কোর্টে সারদা মামলায় সরলেন বিচারপতি! পরবর্তী শুনানি ২৭ ফেব্রুয়ারি

৩ ফেব্রুয়ারি তৎকালীন কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়ির সামনে থেকে আটক করা হয় বেশ কয়েকজন সিবিআই আধিকারিককে।
সর্বোচ্চ আদালতে, অভিযানে গিয়ে বাধা পাওয়ার অভিযোগ দায়ের করে সিবিআই। তাদের তরফে আদালত অবমাননার অভিযোগ দায়ের করা হয়। একই মামলায় ১৮ ফেব্রুয়ারি মধ্যে জবাব তলব করা হয়েছিল মুখ্যসচিব, পুলিশের ডিজি এবং তৎকালীন পুলিশ সুপারের জবাব তলব করে সর্বোচ্চ আদালত। সেই জবাব ইতিমধ্যেই জমা পড়েছে বলে জানা গিয়েছে।

বুধবার শুনানি শুরুর পরেই অ্যাটর্নি জেনারেল কেকে বেনুগোপাল বলেন, রাজীব কুমার এবং দুজন তাদের জবাব দিয়েছেন। পাল্টা জবাব দিতে চান তাঁরাও। সেই সময় আপত্তি করেন রাজ্যের আইনজীবী অভিষেক মনু সিংভি। তিনি আদালত অবমাননার মামলায় পাল্টা এফিডেভিট জমা দেওয়া যায় না।

দু-এক দিনের মধ্যে পরবর্তী শুনানির দিন ধার্য করা নিয়ে কথা হচ্ছিল। কিন্তু প্রধান বিচারপতি রঞ্জন গগৈ-এর সঙ্গে শুনানিতে রয়েছেন বিচারপতি
নাগেশ্বর রাও। কিন্তু তিনি আইনজীবী থাকাকালীন অবস্থায় এই মামলায় অংশ নিয়েছিলেন। তাই তিনি এই মামলা থেকে অব্যাহতির আবেদন জানান।
ফলে প্রধান বিচারপতি জানান নতুন বেঞ্চ গঠন করতে হবে। দুপক্ষই জানায়, পরবর্তী বুধবার তাদের সময় রয়েছে। এরপরই শুনানির জন্য ২৭ ফেব্রুয়ারি দিন ধার্য করা হয়।

English summary
Next Hearing on CBI's Saradha Chitfund case will be on 27th February in Supreme Court
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X