For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তৃণমূল 'গুরু'-দের থেকে ক্লাস নিয়ে সংসদে 'পরীক্ষা' দিতে চললেন বাধ্য 'সাংসদ' ছাত্রছাত্রীরা

Google Oneindia Bengali News

তৃণমূল 'গুরু'-দের থেকে ক্লাস নিয়ে সংসদে 'পরীক্ষা' দিতে চললেন বাধ্য 'সাংসদ' ছাত্রছাত্রীরা
নয়াদিল্লি, ৫ জুন : চক নেই, ডাস্টার নেই, এমনকী ব্ল্যাকবোর্ডও নেই। কিন্তু ক্লাস চলছে পুরোদমে। বিভিন্ন বয়সের ছাত্রছাত্রীরা মন দিয়ে শুনছেন গুরুজনদের বক্তৃতা। পরীক্ষা শুরু হতে আর কিছুক্ষণ, অথচ বিষয়টি সম্পর্কে আপাত (অ)জ্ঞান ছাত্রছাত্রীরা। তাই শেষ মুহূর্তে একটু বিষয়টা জেনে নেওয়া আর কি।

কিন্তু বিষয়টি কী? বিষয়টি সংসদ। আর এই 'ক্লাসরুম' শিক্ষার উদ্যোক্তা তৃণমূল কংগ্রস। দলের প্রথমবার নির্বাচিত সাংসদরা হলেন ছাত্রছাত্রী। আর সংসদে যাওয়ার অভিজ্ঞতা রয়েছে যে সব তৃণমূল নেতাদের তারা হলেন শিক্ষকের ভূমিকায়।

দিদির ডাকে লোকসভা নির্বাচনের লড়াইতে তো নেমে গিয়েছিলেন অনেকেই। জিতেও গিয়েছেন। এদের মধ্যে কারও রাজনৈতিক পটভূমি থাকলেও কয়েকজন তো রয়েছেন নিছকই সেলিব্রেটি ট্যাগ নিয়ে। রাজনীতির 'র' সম্পর্কেই ধারণা নেই সংসদের 'স' তো দূরস্ত। তাই তৃণমূলের এই নয়া সংসদদের শিক্ষিত করার দায়িত্ব পড়েছে তৃণমূলের প্রবীন সাংসদদের উপর।

শিক্ষক মুকুল রায়, সৌগত রায়, ডেরেক, ছাত্রছাত্রী-মুনমুন,দেব,সন্ধ্যা রায়রা

বঙ্গ ভবনে জোর কদমে চলছে সংসদ পাঠ। এবারের তৃণমূলের ৩৪ জন সাংসদদের মধ্যে ২০ জনই প্রথমবার পা রাখবেন সংসদে। মুকুল রায়, সৌগত রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতো বরিষ্ঠ তৃণমূল সাংসদরা সংসদের নিয়মনীতি, রীতি, ঐতিহ্য, সংসদের কাজের পদ্ধতি, কী করা উচিত এবং কী করা উচিত নয় এই সব বিষয়ে এই ২০ জন সাংসদকে পাখি পড়ার মতো পড়িয়ে দিয়েছেন।

তৃণমূল এক নেতার কথায়, সংসদের নিয়মনীতি ছাড়াও বলিষ্ঠ বিরোধীর ভূমিকা কীভাবে সাংসদরা পালন করবেন সে বিষয়েও নয়া সাংসদদের জ্ঞান প্রদান করেছেন তৃণমূলের 'জ্ঞানী' সংসদরা।

নয়া সাংসদদের মুকুল রায়ের পরামর্শ, আগে ভাল করে জেনে নিন তৃণমূল কোন কোন বিষয়গুলি সংসদে তুলে ধরেছে আগে। আপনারাও সমস্ত বিষয় সংসদে তুলে ধরুন, আলোচনা করুন সব ইস্যুতেই।

শিক্ষক সৌগত রায় অবশ্য সংসদের নিত্যদিনের কার্যবিধি যেমন প্রশ্নোত্তর পর্ব এবং 'জিরো আওয়ার' নিয়ে সাংসদ ছাত্রছাত্রীদের জ্ঞান প্রদান করেন।

তৃণমূলের রাজ্যসভা সাংসদ ডেরেক ওব্রায়েন নয়া সাংসদদের সংবাদমাধ্যমকে কীভাবে সামলাতে হবে সে বিষয়ে পরামর্শ দেন।

তৃণমূল গুরুদের বক্তব্য মন দিলে বাধ্যের মতো শোনেন সাংসদ ছাত্রছাত্রীরা। কিন্তু এই জ্ঞান কতটা সাফল্য আনতে পারবে তা তো সময়ই বলবে।

English summary
Newly elected Trinamool MPs given lessons on Parliamentary conduct by senior party leaders
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X