For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চিকিৎসকের গাফিলতিতে সদ্যজাতের মৃত্যু, ধুন্ধুমার হাসপাতালে

ফের চিকিৎসার গাফিলতিতে সদ্যজাতের মৃত্যুর অভিযোগ। এবার শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে ধুন্ধুমারকাণ্ড। বৃহস্পতিবার সদ্যজাতের মৃত্যুর পর উত্তেজনা ছড়িয়ে পড়ে।

  • |
Google Oneindia Bengali News

নদিয়া, ১৯ এপ্রিল : ফের চিকিৎসার গাফিলতিতে সদ্যজাতের মৃত্যুর অভিযোগ। এবার শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে ধুন্ধুমারকাণ্ড। বৃহস্পতিবার সদ্যজাতের মৃত্যুর পর উত্তেজনা ছড়িয়ে পড়ে। বুধবার বিকেলে জন্মের পর থেকে শিশুটির অবস্থার অবনতি হতে থাকে। তারপর এদিন সকালে তার মৃত্যু হয়। শিশুটির মৃত্যুর কারণ হিসেবে চিকিৎসক সুরঙ্গমা সুকুলের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ওঠে।

শান্তিপুর বাগচিবাগান এলাকার বাসিন্দা মৌমিতা বিশ্বাস। শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি হন। ডা. সুরঙ্গমা সুকুলের তত্ত্বাবধানে বুধবার বিকেলে এক কন্যা সন্তানের জন্ম দেন মৌমিতা। প্রসবের পর সদ্যজাতের অবস্থার অবনতি হতে থাকে। চিকিৎসককে বারবার বলা সত্ত্বেও তিনি কানে তোলেননি বলে অভিযোগ।

চিকিৎসকের গাফিলতিতে সদ্যজাতের মৃত্যু, ধুন্ধুমার হাসপাতালে

রাতে অবস্থার অবনতি হলে কৃষ্ণনগর জেলা সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে নিয়ে গেলে চিকিৎসকরা জানিয়ে দেন শিশুটির মৃত্যু হয়েছে। এরপরই শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে বিক্ষোভ দেখাতে শুরু করে। হাসপাতালের সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়। ডা. সুরঙ্গম সুকুলের বিরুদ্ধে আরও অভিযোগ, রাতে ডিউটি থাকলে তিনি হাসপাতালে আসেন না। আবাসনেই থাকেন।

অস্ত্রোপচারের পর মা ও শিশুর অবস্থার অবনিত হলে বারবার ডেকে পাঠানো হয়েছিল চিকিৎসককে। তিনি আমল দেননি। স্বাস্থ্য দফতরেও চিকিৎসকের এই গাফিলতি নিয়ে অভিযোগ জানাবেন ভুক্তভোগী পরিবার। তাঁরা কর্তব্যে গাফিলতির অভিযোগ চিকিৎসকের শাস্তি চান।

English summary
Newborn baby was died for negligence of doctor in Shantipur state general hospital
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X