For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

টনক নড়ল রেলের, সাঁতরাগাছিতে চওড়া ফুটব্রিজ তৈরি হচ্ছে এবছরের মধ্যেই

সাঁতরাগাছি স্টেশনে এবছরের মধ্যেই তৈরি হবে নতুন ফুটব্রিজ।

  • |
Google Oneindia Bengali News

সাঁতরাগাছি স্টেশনে এবছরের মধ্যেই তৈরি হবে নতুন ফুটব্রিজ। যেভাবে দু'দিন আগে দুর্ঘটনার ঘটনা ঘটেছে তাতে এছাড়া উপায়ও ছিল না। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে ফুটব্রিজ তৈরি হয়ে যাবে বলে জানা গিয়েছে।

টনক নড়ল রেলের, সাঁতরাগাছিতে চওড়া ফুটব্রিজ তৈরি হচ্ছে এবছরের মধ্যেই

দশমী কাটতে না কাটতেই গত মঙ্গলবার দুর্ঘটনা ঘটে হাওড়ার সাঁতরাগাছি স্টেশনে। মোট তিনটি প্ল্যাটফর্মে পরপর অনেকগুলি ট্রেনের আসার ঘোষণা হয়। যাত্রীরা তাড়াহুড়ো শুরু করলে ফুটব্রিজে পদপিষ্ট হয়ে ২ জনের মৃত্যু হয়। পরে বুধবার আরও একজন মারা যান। ঘটনায় একডজন মানুষ আহত হয়েছেন।

এই ঘটনায় টনক নড়েছে রেল কর্তৃপক্ষের। সরু ফুটব্রিজগুলি প্রয়োজনের তুলনায় যথেষ্ট নয় বলে রেল স্বীকার করে নিয়েছে। এদিন রেলকর্তারা ঘটনাস্থলে যান। তারপরই চওড়া ফুটব্রিজ তৈরির সিদ্ধান্ত জানানো হয়েছে।

এই ঘটনায় একইসঙ্গে তদন্তের নির্দেশও দেওয়া হয়েছে। জিআরপিকে আরও সজাগ থাকতে বলা হয়েছে। ভিড় স্টেশনে যাত্রীরা কীভাবে চলাফেরা করেন, যাতে তাঁরা দুর্ঘটনার স্বীকার না হন, সেগুলি রেল পুলিশকে নিশ্চিত করতে বলা হয়েছে।

English summary
New wide foot bridge to be constructed in Santragachi station before new year
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X