For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নতুন স্টেডিয়াম পেল দমদমবাসী, খুশি ক্রীড়াপ্রেমীরা

নতুন স্টেডিয়াম পেল দমদমবাসী, খুশি ক্রীড়াপ্রেমীরা

  • By Aveek Banerjee
  • |
Google Oneindia Bengali News

নতুন স্টেডিয়াম পেল দমদমবাসী। আজ দমদমের ক্রীড়া প্রেমী মানুষের জন্য খুলে দেওয়া হল দমদম সুরের মাঠে গড়ে তোলা অমল দত্ত স্টেডিয়াম। জানা গিয়েছে, এই স্টেডিয়ামে ইন্ডোর ও আউটডোর দুই ধরনের খেলা হবে এই স্টেডিয়ামে। আজ স্টেডিয়াম উদ্বোধনে উপস্থিত ছিলেন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস, মন্ত্রী পূর্ণেন্দু বসু, সাংসদ সৌগত রায়, দক্ষিণ দমদম পৌরসভা চেয়ারম্যান পাঁচু রায়, ক্রীড়াপ্রেমী বাবন বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন ফুটবলার সহ
স্থানীয় পুরসভার কাউন্সিলররা।

নতুন স্টেডিয়াম পেল দমদমবাসী, খুশি ক্রীড়াপ্রেমীরা

জানা গিয়েছে, ২০০৭ সালে রাজ্য সরকারের থেকে সুরের মাঠে কলেজের জন্য জমি নেয় জে আই এস গ্রূপ। ১০ একর জমির পাঁচ একরে কলেজ গড়ে তোলা হয়। বাকি ৫ একরে স্টেডিয়াম গড়া হয়। সেই স্টেডিয়ামের এদিন দ্বারোদ্ঘটনে করা হয়। এদিন স্টেডিয়ামের দ্বারোদঘটনের পরে মন্ত্রী জানান, ২০০৭ সালে জমি দেওয়া হলেও কাজ বন্ধ হয়েছিল।

২০১৬ সালে রাজ্য সরকার পুরনো ফাইল বের করে স্টেডিয়াম গড়ে তোলার বিষয়ে উদ্যোগী হয়। তারপরে স্টেডিয়াম গড়ে তোলা হয়েছে। আগামি বছরে স্টেডিয়াম উদ্বোধন হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্টেডিয়ামের নামকরণ করবে।

জানা গিয়েছে, স্টেডিয়ামের ইন্ডোরে কবাডি, ব্যাডমিন্টন সহ একাধিক খেলা হবে। আউটডোরে ফুটবল হবে। যেখানে ৫ থেকে সাড়ে ৫ হাজার মানুষ খেলা দেখতে পারবে। একটি সুইমিং পুল করার পরিকল্পনা রয়েছে এই স্টেডিয়াম চত্বরে। জানা গিয়েছে, এই স্টেডিয়ামে ময়দানের খেলা নিয়ে আসার ব্যাপারে আই এফ এ-র সাথে কথা বলবেন মন্ত্রী।

English summary
New stadium in Dumdum
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X