For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হেলমেট নেই! লাইসেন্স নেই! রাজ্যে জরিমানা একধাক্কায় বাড়ল কয়েক গুন

ট্রাফিক আইন ভাঙলে এবার আরও বেশি জরিমানা দিতে হবে। প্রজাতন্ত্র দিবসের দিন থেকে কার্যকর হল নতুন নিয়ম। মোটর ভেইক আইন সংশোধন করে বাড়ানো হল জরিমানার পরিমান।

  • |
Google Oneindia Bengali News

ট্রাফিক আইন ভাঙলে এবার আরও বেশি জরিমানা দিতে হবে। প্রজাতন্ত্র দিবসের দিন থেকে কার্যকর হল নতুন নিয়ম। মোটর ভেইক আইন সংশোধন করে বাড়ানো হল জরিমানার পরিমান।

রাজ্যে জরিমানা একধাক্কায় বাড়ল কয়েক গুন

লাইসেন্স ছাড়া গাড়ি চালানো কিংবা হেলমেট ছাড়া বাইক চালানোর ক্ষেত্রে আগে যে জরিমানা দিতে হত, এখন তার থেকে বেশি দিতে হবে। অতিরিক্ত গতিতে গাড়ি চালানো বা সিটবেল্ট না বাঁধার কারণেও দিতে হতে পারে অধিক জরিমানা।

সংশোধন করেছে রাজ্য সরকার

জরিমানার ক্ষেত্রে আইনে বেশ কিছু সংশোধন করেছে রাজ্য সরকার। কিছু কিছু ক্ষেত্রে বেশ অনেকটাই বেড়েছে জরিমানার পরিমান। যেমন বৈধ ড্রাইভিং লাইসেন্স ছাড়া কেউ যদি গাড়ি চালায় সে ক্ষেত্রে আগে যা জরিমানা দিতে হত, এবার দিতে হবে তার পাঁচ গুন বেশি।

লাইসেন্স সাসপেন্ড করতে পারবে পুলিশ

সংশোধিত আইন অনুযায়ী, আইন ভাঙলে প্রয়োজনে লাইসেন্স সাসপেন্ড করতে পারবে পুলিশ। বিনা হেলমেটে বাইক চালালে বর্তমানে ১০০ টাকা জরিমানা দিতে হয়। সেটা একধাক্কায় বেড়েছে ১০ গুন। বেড়ে হয়েছে ১০০০ টাকা।

তিন মাসের জন্য হারাতে হবে ড্রাইভিং লাইসেন্স

পাশাপাশি তিন মাসের জন্য হারাতে হবে ড্রাইভিং লাইসেন্স। কোনও মোটর সাইকেলকে রেস করতে দেখা গেলে যেখানে জরিমানা নেওয়া হত ৫০০ টাকা, সেটা এবার বেড়ে হল ৫০০০ টাকা। ট্রাফিক পুলিশের সঙ্গে দুর্ব্যবহার করলে জরিমানা দিতে হবে ২ হাজার টাকা। লাইসেন্স ছাড়া গাড়ি চালালে এতদিন ১০০০ টাকা জরিমানা দিতে হত। সেটা এবার বাড়িয়ে পাঁচ হাজার টাকা করা হল। বেপরোয়াভাবে গাড়ি চালালে পাঁচ হাজার টাকা জরিমানা।

দশ হাজার টাকা জরিমানা দিতে হবে

তিন বছরের মধ্যে একই অপরাধ করলে দশ হাজার টাকা জরিমানা দিতে হবে। অ্যাম্বুলেন্সকে পথ না ছাড়লে ১০ হাজার টাকা জরিমানা হবে। দমকলকে পথ না ছাড়লেও ১০ হাজার টাকা জরিমানা দেওয়ার কথা বলা হয়েছে। নতুন জরিমানা সংক্রান্ত নির্দেশিকা প্রকাশ করেছেন পরিবহন দফতরের সচিব রাজেশ কুমার সিনহা। কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশ উভয়ের জন্যই নির্দেশিকা কার্যকর করার কথা বলা হয়েছে।

নির্দেশ দেওয়া হয় লালবাজারের তরফে।

নির্দেশিকা প্রকাশ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তা কার্যকর করার নির্দেশ দেওয়া হয় লালবাজারের তরফে। পথ সুরক্ষার ক্ষেত্রে আরও কড়া পদক্ষেপ করার জন্যই এই নির্দেশিকা দেওয়া হয়েছে। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, অনেক চেষ্টা করেও ট্রাফিক আইন মানার ক্ষেত্রে সাধারণ মানুষের সচেতনতা দেখা যায়নি।

তিনি জানান, রাস্তায় গোলাপ দিয়ে, সচেতনতামূলক প্রচার চালিয়ে অনেক চেষ্টা করা হয়েছে, তাতেও কোনও লাভ হয়নি। তবে মোটর ভেইকেল আইন নিয়ে প্রতিবাদ জানিয়েছে বেসরকারি বাস মালিক সংগঠন। তাঁদের দাবিস স্পেশ্যাল প্যাকেজ না দিয়ে এ ভাবে জরিমানার অঙ্ক বাড়ানো ঠিক নয়। এই নিয়ে রাজ্য সরকারকে চিঠি দেওয়ারও সিদ্ধান্ত নিয়েছে সংগঠন।

English summary
new rule for traffic in West Bengal, fine increased for rule breakers
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X