For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পিংলা গ্রামে বসল পত্র চিত্র মেলা

শুক্রবার থেকে পশ্চিম মেদিনীপুরের পিংলার নয়া গ্রামে শুরু হল তিন দিনের পট চিত্র মেলা। চলবে রবিবার পর্যন্ত ।

  • |
Google Oneindia Bengali News

শুক্রবার থেকে পশ্চিম মেদিনীপুরের পিংলার নয়া গ্রামে শুরু হল তিন দিনের পট চিত্র মেলা। চলবে রবিবার পর্যন্ত ।
নয়া গ্রামেই বাস পটুয়াদের । চিত্রকর পদবী ধারী সবাকার পেশা পট চিত্র আঁকা । এই গ্রামে বাস ৭০ ঘর পটচিত্রের শিল্পীর। ছোট থেকে বড় সকলেই পট আঁকে । এক সময়ে শুধু মাত্র পৌরাণিক কাহিনী নিয়ে বড়ো বড়ো পট চিত্র এঁকে বিভিন্ন এলাকায় গিয়ে পটের গান শুনিয়ে কোনও মতে সংসার চালাতে হত তাদের । এখন অবশ্য পরিবর্তন হয়েছে পট চিত্র আঁকার ক্ষেত্রে ।

পিংলা গ্রামে বসল পত্র চিত্র মেলা

বিভিন্ন সামাজিক ঘটনা নিয়ে পট এঁকে তার ওপর গান বেঁধেছে তারা। এখন বড়ো বড়ো আকারের পটের চেয়ে ছোট আকারের পট চিত্র র চাহিদা বেশি । শুধু মাত্র কাগজের ওপর পট চিত্র আঁকা নয় এখন শাড়ি, টি শার্ট, ছাতা, পাখা, লন্ঠন সহ নানা জিনিসের ওপর চিত্র আঁকছেন এই গ্রামের শিল্পী রা। বিভিন্ন দেশে গিয়ে সেই সব পটের শিল্প বিক্রি করতে যাচ্ছেন তারা। দেশ বিদেশে চহিদা ও কদর বেড়েছে এই শিল্পর । ঘর সাজানোর জন্য তা ব্যবহার করা হয় ।

পিংলা গ্রামে বসল পত্র চিত্র মেলা

" কিন্তু নিজের গ্রামে বসে মেলার আয়োজন করার আলাদা আনন্দ আছে । এখন প্রায় সারা বছর বিভিন্ন জায়গা থেকে লোকজন এসে কিনে নিয়ে যাচ্ছেন । কিন্তু প্রতি বছর এই যে তিন দিনের পট মেলা বসে নিজের গ্রামে তার জন্য আমরা সারা বছর অপেক্ষায় থাকি," বলে জানিয়েছেন বাহাদুর চিত্রকর ও স্বর্ণ চিত্রকর ।

নিজেদের বাড়ির সামনে পট চিত্র সম্ভার নিয়ে বসে পড়েছেন এই শিল্পীরা। যেমন নিজেদের আঁকা ছবি, পটের কাজ বিক্রি করছেন , তেমনই মেলাতে আসা লোকজন দেখতে পাচ্ছেন কীভাবে এই পটের ছবি আঁকা হয় ।
মেলা শুরুর আগে পট চিত্র এঁকে নিজেদের বাড়ি ও গ্রাম সাজিয়ে তুলেছেন পটুয়ারা । নয়া গ্রামের পট শিল্পীদের রঙ তুলিতে এখন পুরো গ্রামটাই আস্ত একটা ক্যানভাস ।

সমুদ্রে যাওয়া আরও চার মৎস্যজীবীর দেহ উদ্ধার ফ্রেজারগঞ্জেসমুদ্রে যাওয়া আরও চার মৎস্যজীবীর দেহ উদ্ধার ফ্রেজারগঞ্জে

English summary
New pat chitra mela in midnapore pingla
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X