মূল্যায়নের সময় নম্বর কাটলেও লিখতে হবে কারণ, মাধ্যমিকের ক্ষেত্রে নয়া নির্দেশিকা পর্ষদের
পরীক্ষার খাতা মূল্যয়নের ক্ষেত্রে বিভিন্ন সময়েই অস্বচ্ছতার অভিযোগ তুলতে দেখা গেছে বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের বিরুদ্ধে। কিছুদিন আগেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিভাগে 'কম নম্বর দিয়ে’ 'গণফেলের’ অভিযোগ ওঠে কর্তৃপক্ষের বিরুদ্ধে।

উত্তরপত্রের মূল্যায়ণ শুরুর আগেই নতুন নির্দেশিকা পর্ষদের
এমতাবস্থায় এবার মাধ্যমিকের ক্ষেত্রে নতুন নিয়ম কার্যকরী করতে দেখা গেল মধ্যশিক্ষা পর্ষদকে। কয়েকদিন আগেই শেষ হয়েছে মাধ্যমিক পরীক্ষা। এখনও পর্যন্ত উত্তরপত্র মূল্যায়ণের কাজও শুরু হয়নি বলে জানা যাচ্ছে। তার আগেই এই নয়া নির্দেশিকা জারি করল পর্ষদ। তা নিয়ে ইতিমধ্যেই তুমুল শোরগোল শিক্ষা মহলে।

উত্তরপত্রে লিখতে হবে নম্বর কাটার কারণ
এই নতুন নির্দেশিকায় বলা হয়েছে এবার থেকে উত্তরপত্রে নম্বর কাটার কারণও লিখে দিতে হবে পরীক্ষককে। অর্থাৎ কোন প্রশ্নের পূর্ণমান ৩ হলে সেখানে কোনও পরীক্ষার্থী যদি ২ নম্বর দেওয়া হয় সে ক্ষেত্রে কেন কম নম্বর দেওয়া হলো তারই কারণ জানাতে হবে শিক্ষকদের। ইতিমধ্যেই পর্ষদের তরফে সেই নির্দেশিকা জারিও করে দেওয়া হয়েছে।


প্রশ্নফাঁসের পর আর কোনও ব্যর্থতা ঢাকতেই এই পদক্ষেপ
এদিকে এই বছরের মাধ্যমিক শুরু হয়েছিল ১৮ই ফেব্রুয়ারি। শেষ হয় ২৬ ফেব্রুয়ারি। গত বছর প্রায় প্রতিটি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনা দেখা গেলেও এই বছরও পরীক্ষা চলাকালীন একাধিক পদক্ষেপ নেওয়া সত্ত্বেও প্রশ্নফাঁস রুখতে পারেনি পর্ষদ। এবারও বেশ কয়েকটি পরীক্ষা শুরুর অল্প সময়ের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে প্রশ্নপত্রের ছবি। তারফলে ফল প্রকাশের পর যাতে নতুন করে আর কোনও অভিযোগের মুখে পর্ষদকে পড়তে না হয় তাই এই নতুন পদক্ষেপ নিল তারা, এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল।