For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মমতার নেতৃত্বেই কেন্দ্রে গঠিত হবে নয়া সরকার, খড়্গপুরের সভা থেকে বার্তা চন্দ্রবাবুর

কেন্দ্রে যে নতুন সরকার গঠন ‌হবে সেটা ‌হবে‌ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে।

  • By Koushik Dutta
  • |
Google Oneindia Bengali News

এবারের লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিশ্চিত হারবেন। কেন্দ্রে যে নতুন সরকার গঠন ‌হবে, সেটা ‌হবে‌ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই। বৃহস্পতিবার ‌খড়্গপুরের তালবাগিচায় মানস ভুঁইয়ার ‌সমর্থনে নির্বাচনী সভায় মমতা বন্দ্যোপাধ্যায়কে পাশে বসিয়ে ‌এই কথা বললেন ‌অন্ধ্রপ্রদেশের‌ মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু।

কেন্দ্রে নয়া জোট সরকার

কেন্দ্রে নয়া জোট সরকার

এই সভায় ‌মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা সবাই মিলে একটা জোট করেছি। এই 'ইউনাইটেড ইন্ডিয়া' দিয়ে এবার ‌সরকার করব আমরা। আমরা দেশ গড়তে চাইছি, দেশকে রক্ষা করতে চাইছি। আর মোদী সব‌ কিছু ধ্বংস করে দিতে চাইছেন। মমতার কথায়, এই নির্বাচনে বিজেপিকে রাজনৈতিক ভাবে কবর দিতে হবে। এরা দেশ চালাতে ব্যর্থ। এদের বিদায় দিতে হবে। নাহলে এরা দেশের ‌সংবিধান সহ‌ সব‌ কিছু ‌বাতিল‌ করে দেবে।

মোদীর সমালোচনা

মোদীর সমালোচনা

খড়্গপুরে ‌দক্ষিণ ভারতীয় অনেকেই আছেন। তাই তাঁদের জন্য নিজের ভাষায় কথা বলেন নাইডু। মোদীকে ‌তীব্র আক্রমণ করে ‌অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী বলেন‌, মোদী শুধু সিবিআই নয়, নির্বাচন কমিশনেরও‌‌ অপব্যবহার করেছেন। একই সঙ্গে তিনি বলেন, বিরোধী দলের নেতা সহ বিভিন্ন ‌সংগঠনের যারা নেতৃত্ব দেন, তাঁরা সবাই মোদীর রাজনৈতিক হিংসার ‌শিকার।

বিজেপি জিতবে না

বিজেপি জিতবে না

এদিনও মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন যে, এবার কোনও অঙ্কেই বিজেপি কেন্দ্রে জিতবে না। ফের‌ ক্ষমতায় ফিরতে ‌পারবে না। পশ্চিমবঙ্গ‌ সহ অনেক ‌রাজ্যেই বিজেপি একটাও আসন‌ পাবে না বলে দাবি করেছেন মমতা। সভার পরে মুখ্যমন্ত্রী মেদিনীপুর শহরে একটি পদযাত্রায়ও অংশ নেন।

English summary
New govt in centre will be formed under Mamata Banerjee's leadership, says NCBN
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X