For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজ্য মন্ত্রীসভায় রদবদল, শিল্প দফতর হারালেন পার্থ

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

মমতা বন্দ্যোপাধ্যায়
কলকাতা, ২৬ ডিসেম্বর: মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়াসঙ্গী। তবুও ডানা ছাঁটা গেল পার্থ চট্টোপাধ্যায়ের। তাঁর হাতে থেকে কেড়ে নেওয়া হল শিল্প দফতর। এখন থেকে অর্থমন্ত্রী অমিত মিত্র শিল্প দফতরের অতিরিক্ত দায়িত্ব সামলাবেন।

রাজ্য মন্ত্রীসভার রদবদল ঘটিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বোঝালেন, ভালো কাজ না করলে ঠাঁই নেই। পার্থবাবুর কাজকর্মে তিনি যে অসন্তুষ্ট ছিলেন, তা পরিষ্কার হয়ে গেল। তবে, তথ্যপ্রযুক্তি ও পরিষদীয় দফতরের দায়িত্ব রেখে দেওয়া হয়েছে পার্থবাবুর হাতে।

মন্ত্রীসভা থেকে বাদ পড়েছেন সুদর্শন ঘোষদস্তিদার। তাঁর হাতে ছিল পূর্ত ও পরিবেশ দফতরের দায়িত্ব। নতুন পূর্তমন্ত্রী হয়েছেন শঙ্কর চক্রবর্তী। পরিবেশ দফতরের ভার তুলে দেওয়া হয়েছে উপেন বিশ্বাসের হাতে। আর একজন মন্ত্রী হয়েছেন। তিনি হলেন শশী পাঁজা। স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হলেন স্বপন দেবনাথ।

অন্যদিকে, শারীরিক কারণ দেখিয়ে মন্ত্রীসভা থেকে সরে দাঁড়ালেন হিতেন বর্মন। যদিও তৃণমূল কংগ্রেসের অন্দরের খবর, তাঁর কাজে অখুশি ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। হিতেনবাবুর স্থলাভিষিক্ত হয়েছেন মাথাভাঙার বিধায়ক বিনয় বর্মন।

English summary
New faces in WB cabinet, Partha Chatterjee loses industry portfolio
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X