For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজ্যে বাড়ল কন্টেইনমেন্ট জোনের সংখ্যা, নতুন ২১-র তালিকায় সামিল উত্তর দিনাজপুর

রাজ্যে বাড়ল কন্টেইনমেন্ট জোন, নতুন ২১-র তালিকায় সামিল উত্তর দিনাজপুর

Google Oneindia Bengali News

করোনা ভাইরাস সংকট আরও গভীর হচ্ছে রাজ্যে। তৃতীয় দফার লকডাউন শেষ হওয়ার আগেই রাজ্যে নতুন আরও ২১িট কন্টেইনমেন্ট জোন চিহ্নিত হয়েছে। তার মধ্যে ঢুকে পড়েছে উত্তর দিনাজপুরও। কলকাতায় আরও বেড়েছে কন্টেইনমেন্ট জোন। সংখ্যা কমা তো দূরের কথা আরও বেড়ে চলেছে।

নতুন ২৩টি কন্টেইনমেন্ট জোন

নতুন ২৩টি কন্টেইনমেন্ট জোন

করোনা সংক্রমণ বাড়ছে রাজ্যে। নতুন করে ২১টি কন্টেইনমেন্ট জোন চিহ্নিত করা হয়েছে। কলকাতায় ৩২৬ থেকে বেড়ে ৩৩৯ হয়েছে কন্টেইনমেন্ট জোন। উত্তর ২৪ পরগনায় ৯২ থেকে বেড়ে হয়েছে ১০৯। নদিয়াতে এক থেকে ২ হয়েছে। পশ্চিম মেদিনীপুরে ৫ থেকে বেড়ে হয়েছে ৬। পূর্ব বর্ধমানে একটি বেড়েছে।

উত্তরবঙ্গে বেড়েছে কন্টেইনমেন্ট জোন

উত্তরবঙ্গে বেড়েছে কন্টেইনমেন্ট জোন

দক্ষিণবঙ্গে পাশাপাশি উত্তরবঙ্গেও কন্টেইনমেন্ট জোন বেড়েছে। জলপাইগুড়িতে ১টি, জলপাইগুড়িতে ১টি, দার্জিলিঙে ২টি, কালিংপং ২টি করে কনটেইনমেন্ট জোন বেড়েছে। উদ্বেগ বাড়িয়েছে উত্তর দিনাজপুর। যে জেলায় একটিও কন্টেইনমেন্ট জোন ছিল না সেখানে নতুন করে একটি কন্টেইনমেন্ট জোন তৈরি হয়েছে।

অপবির্তিত অবস্থায় রয়েছে কয়েকটি

অপবির্তিত অবস্থায় রয়েছে কয়েকটি

উন্নতি হওয়ার তো দূরের কথা বেশ কয়েকটি জেলার কন্টেইমেন্ট জন পূর্বের অবস্থাতেই রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদনীপুর, মালদা, হাওড়া ও হুগলিতে কনটেইনমেন্ট জোনের সংখ্যা বাড়েনি। যা ছিল তাই রয়েছে।
রাজ্যে মোট ৬০০টি কন্টেইনমেন্ট হয়েছে। আগে সেটা ৫৭৯টি ছিল।

সংক্রমণ বাড়ছে রাজ্যে

সংক্রমণ বাড়ছে রাজ্যে

একদিকে পরিযায়ী শ্রমিকরা ফিরতে শুরু করেছে। অন্যদিকে বেশ কিছু জিনিসে ছাড় দেওয়া হয়েছে শহর কলকাতায়। সোমবার থেকে শুরু হচ্ছে বেসরকারি বাস পরিষেবাও। এর জেরে আরও সংক্রমণ বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

দেশের ৫০ লক্ষ হকারের জন্য বড় ঘোষণা অর্থমন্ত্রীর, বরাদ্দ ৫ হাজার কোটিদেশের ৫০ লক্ষ হকারের জন্য বড় ঘোষণা অর্থমন্ত্রীর, বরাদ্দ ৫ হাজার কোটি

English summary
New continement zone identified in West Bengal for coronavirus infection
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X