For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দিল্লিতে কার সঙ্গে দেখা করেছিলেন জানি! পরমবীর সিংকে একহাত এনসিপি মুখপাত্রের

জাতীয়তাবাদী কংগ্রেস পার্টির বা এনসিপি-র মুখপাত্র নবাব মালিক তাঁর সতীর্থ মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখের পাশে দাঁড়িয়ে একহাত নিলেন পুলিশ অফিসার পরমবীর সিংকে।

Google Oneindia Bengali News

জাতীয়তাবাদী কংগ্রেস পার্টির বা এনসিপি-র মুখপাত্র নবাব মালিক তাঁর সতীর্থ মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখের পাশে দাঁড়িয়ে একহাত নিলেন পুলিশ অফিসার পরমবীর সিংকে। সর্বভারতীয় সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে নবাব মালিক বলেন, অনিল দেশমুখকে নিয়ে বিজেপির দাবি সর্বৈব মিথ্যা এবং ভিত্তিহীন।

দিল্লিতে কার সঙ্গে দেখা করেছিলেন জানি! পরমবীর সিংকে একহাত

নবাব মালিক বলেন, করোনা কোয়ারেন্টিনের সময় অনিল দেশমুখ সাংবাদিক সম্মেলন করেছিলেন বা পুলিশ আধিকারিকদের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন বলে যে আওয়াজ তুলেছে বিজেপি, তা সঠিক নয়। দেবেন্দ্র ফড়নবিশের দাবি যে, অনিল দেশমুখ একটি সংবাদ সম্মেলন করেছিলেন, এটিও সম্পূর্ণ মিথ্যা।

এনসিপি মুখপাত্রের কথায়, ১৫ ফেব্রুয়ারি অনিল দেশমুখকে যখন হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছিল, তখন হাসপাতালের বাইরে কয়েকজন সাংবাদিক ছিলেন। তারা দেশমুখের সঙ্গে কথা বলতে চেয়েছিলেন কিন্তু তিনি নিজেকে দুর্বল বোধ করেছিলেন। তাই কোনও কথা বলেননি। দেশমুখ একটি চেয়ার নিয়ে বসেন এবং সাংবাদিকরা তাঁকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করেন।

মুম্বইয়ের প্রাক্তন পুলিশ কমিশনার পরমবীর সিং মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ তুলে ধরে বলেছেন, ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে তিনি তাঁর অধস্তনদের ডেকেছিলেন এবং বিভিন্ন ব্যবসায থেকে টাকা তোলার জন্য লক্ষ্য নির্ধারণ করেছিলেন। বিজেপি তখন থেকেই স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাইছে।

তবে নবাব মালিক বলেন, মন্ত্রী কোয়ারান্টিনে থাকায় কোনও কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করেননি। এমন কোনও সাংবাদিক সম্মেলন হয়নি বা সাংবাদিক বৈঠক ডাকাও হয়নি। হাসপাতাল থেকে ছুটি পাওয়ার পরে অনিল দেশমুখ একটি চার্টার্ড বিমান নিয়ে মুম্বই পৌঁছেছিলেন এবং তাঁর বাড়িতে কোয়ারেন্টিনে ছিলেন ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত।

এই ঘটনায় সিবিআই তদন্ত চেয়ে মালিক বলেন, "যেহেতু পুলিশ অফিসারকে বদলি করা হয়েছে, তিনি বিভিন্ন কথা বলছেন এবং কেন তিনি এই কাজ করছেন তা আমরা জানি। তিনি দিল্লিতে গিয়েছিলেন। সেখানে তিনি কার সঙ্গে সাক্ষাৎ করেছেন, তাকে কী বলা হয়েছিল, আমরা এ সম্পর্কে সমস্ত কিছুই জানি। এবং আমরা আপনাকে সঠিক সময়ে এই সমস্ত বলব। সবকিছুর একটি সময় আছে এবং সঠিক সময় এলেই সবকিছু জানানো হবে।

English summary
NCP spoke person Nawab Malik takes on police officer Paran bir Singh on Anil Deshmukh issue.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X