For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দিলদার হত্যা বিতর্ক! মমতার রাজ্যে তদন্তে এবার এই কেন্দ্রীয় কমিশন

দিলদার শেখের মৃত্যু নিয়ে বিতর্ক যেন মিটছেই না। এবার দিল্লি থেকে বীরভূমে গিয়ে দিলদার শেখের পরিবারের সঙ্গে কথা জাতীয় সংখ্যালঘু কমিশনের প্রতিনিধি দলের।

  • |
Google Oneindia Bengali News

দিলদার শেখের মৃত্যু নিয়ে বিতর্ক যেন মিটছেই না। এবার দিল্লি থেকে বীরভূমে গিয়ে দিলদার শেখের পরিবারের সঙ্গে কথা জাতীয় সংখ্যালঘু কমিশনের প্রতিনিধি দলের। বিষয়টি নিয়ে প্রশাসনিক কর্তাদের সঙ্গেও কথা বলে জাতীয় সংখ্যালঘু কমিশনের প্রতিনিধি দল।

দিলদার হত্যা বিতর্ক! মমতার রাজ্যে তদন্তে এবার এই কেন্দ্রীয় কমিশন

প্রথমে দিলদার শেখের বাড়িতে যাওয়ার কথা থাকলেও, বক্রেশ্বরে গেস্ট হাউসে নিয়ে যাওয়া হয় দিলদার শেখের পরিবারের সদস্যদের। সেখানেই কথা বলেন জাতীয় সংখ্যালঘু কমিশনের প্রতিনিধিরা

২৩ এপ্রিল সোমবার মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে গুলিতে মৃত্যু হয়েছিল সিউড়ির কড়িধ্যার দিলদার শেখের। ঘটনার সঙ্গে সঙ্গে দিলদার শেখের বাবা সংবাদ মাধ্যমকে জানান, দিলদার বিজেপির সঙ্গে যুক্ত ছিল। তাকে মারা হয়েছে স্থানীয় তৃণমূল পঞ্চায়েত প্রধানের নির্দেশে। যদিও এর ঘণ্টা দুয়ে়কের মধ্যে পরিস্থিতি পাস্টে যায়। বিকেলে বীরভূম তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের সঙ্গে বসে দিলদার শেখের বাবা জানান, দিলদার শেখকে মেরেছে বিজেপি। ঝাড়খণ্ড থেকে আসা দলের আক্রমণে মারা যায় সে। সেই মতো থানায় এফআইআর দায়ের করেন তিনি। এফআইআর-এর ঝাড়খণ্ডের আক্রমণকারীদের কথা উল্লেখ থাকলেও, স্থানীয় প্রশাসন গ্রেফতার করে স্থানীয় চার বিজেপির নেতা-কর্মীরে।

রাজ্যে মৃতদেহ চুরির কাজ চলছে বলেও ব্যাঙ্গ শুরু হয় সোশ্যাল মিডিয়ায়।

তবে দিলদার শেখের মৃত্যুর ঘটনায় জাতীয় সংখ্যালঘু কমিশনের এই সফর রাজনৈতিক দিক থেকেও যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। একদিকে বিজেপির দাবি, অন্যদিকে তৃণমূলের দাবির মধ্যেই জাতীয় সংখ্যালঘু কমিশনের এই সফরের রাজনৈতিক গুরুত্বও দেখছেন কেউ কেউ।

এর আগে সিউড়ির কড়িধ্যায় দিলদার শেখ হত্যার তদন্তকারী অফিসার পরিবর্তনের সিদ্ধান্ত জানায় প্রশাসন। সিউড়ি থানার তদন্তকারী অফিসার সৌম্য দত্তের হাত থেকে তদন্তভার নিয়ে দায়িত্ব দেওয়া হয় সিউড়ি থানার আইসি দেবাশিস পাণ্ডাকে। তদন্তে গতি আনতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়। তদন্ত গতি আনতে সিট গঠনের সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

English summary
National Minorities Commission members visits Dilder Sheikh's House in Birbhum
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X