For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দূষণ রোধে ‘ডাহা ফেল’ রাজ্য সরকার! পাঁচ কোটি টাকার জরিমানা পরিবেশ আদালতের

বায়ুদূষণ রোধে আদালতের নির্দেশ অমান্য করায় রাজ্যকে পাঁচ কোটি টাকা জরিমানা করল পরিবেশ আদালত। পরিবেশবিদ সুভাষ দত্তের করা অক মামলার পরিপ্রেক্ষিতে জাতীয় পরিবেশ আদালত মঙ্গলবার এই রায় দেয়।

  • |
Google Oneindia Bengali News

বায়ুদূষণ রোধে আদালতের নির্দেশ অমান্য করায় রাজ্যকে পাঁচ কোটি টাকা জরিমানা করল পরিবেশ আদালত। পরিবেশবিদ সুভাষ দত্তের করা অক মামলার পরিপ্রেক্ষিতে জাতীয় পরিবেশ আদালত মঙ্গলবার এই রায় দেয়। আগামী দু-সপ্তাহের মধ্যে রাজ্য সরকারকে জরিমানার ওই টাকা জমা দিতে হবে আদালতে।

দূষণ রোধে ‘ডাহা ফেল’ রাজ্য সরকার! পাঁচ কোটি টাকার জরিমানা পরিবেশ আদালতের

জরিমানার টাকা না দিলেও জরিমানার উপর জরিমানা চাপিয়ে দেওয়া হয়েছে আদালতের পক্ষ থেকে। আদালত জানিয়েছে, দু-সপ্তাহের মধ্যে জরিমানার টাকা না দিলে মাস প্রতি এক কোটি টাকা করে বাড়তি জরিমানা দিতে হবে। উল্লেখ্য, কলকাতা ও হাওড়ার দূষণ পরিস্থিতি নিয়ে ২০১৬ সালে জাতীয় পরিবেশ আদালতে মামলা করেন সুভাষ দত্ত।

ওই মামলার পরিপ্রেক্ষিতে রাজ্য সরকারকে কিছু বিশেষ ব্যবস্থা নিয়ে নির্দেশ দিয়েছিল। কিন্তু রাজ্য সরকার তা মেনে চলেনি। তাই আদালত অবমাননার মামলা দায়ের করার পরই রাজ্যের উপর চাপল জরিমানা। এখন প্রশ্ন এর ফলে কি দূষণ কমবে রাজ্যে।

সুভাষ দত্ত এ প্রসঙ্গে বলেন, কলকাতার থেকে দিল্লির দূষণ অনেক বেশি। দিল্লি সরকার দূষণ কমানোর বেশকিছু পদক্ষেপ নিয়েছে। বাতিল হয়েছে ৪০ বছরের পুরনো গাড়ি। কিন্তু বাংলা এখনও কোনও উদ্যোগ নেয়নি। নিঃসংকোচে দিল্লির পথে হাঁটাই যায় দূষণ রোধে।

English summary
National green tribunal fines to state being failed to prevent pollution. Green tribunal fines rupees five crores for failing,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X