For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাংলার মন জয় করতে এবার 'বচ্চন' কার্ড বিজেপির! কোন পরিকল্পনা গেরুয়া শিবিরের?

Google Oneindia Bengali News

বাংলার জামাই অমিতাভ বচ্চন। সেই আবেগকে কাজে লাগাতে কলকাতার ফিল্ম ফেসটিভেলে একাধিকবার আমন্ত্রিত হয়েছিলেন বিগ-বি। জয়া বচ্চনের সঙ্গে কলকাতায় ফিল্ম ফেস্টিভেলে যোগ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুষ্ঠানের জৌলুস বাড়িয়েছেন বিগ-বি। এবার সেই 'বচ্চন' আবেগকে কাজে লাগাতেই ময়দানে নেমেছে বিজেপি।

জয়া বচ্চনের মায়ের সঙ্গে দেখা করেন নরোত্তম মিশ্র

জয়া বচ্চনের মায়ের সঙ্গে দেখা করেন নরোত্তম মিশ্র

মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র আগেই জানিয়েছিলেন, জেপি নাড্ডার কনভয়ে হামলার ঘটনা নিয়ে মধ্যপ্রদেশে বসবাসকারী বাঙালি পরিবারদের সঙ্গে আলোচনায় বসবেন৷ সেই মতোই এদিন জয়া বচ্চনের মা, ইন্দিরা ভাদুরির সঙ্গে দেখা করেন নরোত্তম মিশ্র। নরোত্তম এদিন বলেন, আমি ভোপালে এবং অন্যান্য স্থানে বসাবসকারী বাঙালিদের কাছে আবেদন করব যাতে নির্মমতা দিদির বিরুদ্ধে ভোট দেওয়ার জন্যে বাংলার মানুষকে তাঁরা বলেন।

নাড্ডা এবং বিজয়বর্গীর উপর হামলার নিন্দা

নাড্ডা এবং বিজয়বর্গীর উপর হামলার নিন্দা

এর আগে জেপি নাড্ডা এবং কৈলাশ বিজয়বর্গীর উপর হামলার নিন্দা করেন মধ্যপ্রদেশের গৃহমন্ত্রী নরোত্তম মিশ্র৷ তিনি বলেন, 'পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশি এবং পাকিস্তানের বহিরাগতদের নিজের মনে করেন৷ কিন্তু দেশের নাগরিক আর বিজেপি মন্ত্রীদের গুন্ডা ভাবেন৷ বাংলায় বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এবং জাতীয় সাধারণ সম্পাদক কৈলাশ বিজয়বর্গীয়র কনভয়ের উপর হামলা নিন্দনীয় এবং বাংলায় অনাচারের প্রমাণ এটা।'

বহিরাগত তরজা

বহিরাগত তরজা

বঙ্গে এসে নরোত্তম বলেছিলেন 'মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রবেশকারীদের এখানকার বাসিন্দা ভাবেন আর আমাদের বহিরাগত বলেন।' কয়েকদিন আগেই খড়গপুর এবং বীরভুমে গৃহ সম্পর্ক অভিযানে এসেছিলেন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র। তিনি বলেছিলেন, 'দিদি বলছিল বাইরের লোক চলে আসছে। দিদি তো অনুপ্রবেশকারীদের নিজেদের ভাবেন আর আমরা তো ভারতের তাও আমাদের বাইরের লোক হিসেবে দেখেন।'

রাজ্যের অনেক তৃণমূল সিপিএম নেতা যোগাযোগ রাখছেন

রাজ্যের অনেক তৃণমূল সিপিএম নেতা যোগাযোগ রাখছেন

নরোত্তম অভিযোগ করেছিলেন, 'আগের নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের অভিনেতা অভিনেত্রীদের প্রচারের জন্য এনেছিলেন। তারা তো বিদেশের আর আমরা এলে আমাদের বহিরাগত বলেন।' তিনি আরও বলেন, 'এই রাজ্যের অনেক তৃণমূল সিপিএম নেতা যোগাযোগ রাখছেন। সময় এলে ঠিক জানতে পারবেন।'

<strong>লাগু হতে পারে ৩৫৬ ধারা? অমিত শাহের বাংলা সফর ঘিরে জোর জল্পনা রাজনৈতিক মহলে</strong>লাগু হতে পারে ৩৫৬ ধারা? অমিত শাহের বাংলা সফর ঘিরে জোর জল্পনা রাজনৈতিক মহলে

English summary
Narottam Mishra met Indira Bhaduri, Jaya Bachchan's mother, in Bhopal to stir Bengal politics
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X