For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জিতেনকে পাশে নিয়ে হুইলচেয়ার নিয়ে মমতাকে তুমুল কটাক্ষ নরোত্তমের, তুললেন আনসারির প্রসঙ্গ

জিতেনকে পাশে নিয়ে হুইলচেয়ার নিয়ে মমতাকে তুমুল কটাক্ষ নরোত্তমের, তুললেন আনসারির প্রসঙ্গ

  • |
Google Oneindia Bengali News

'দেশে দুটি হুইলচেয়ার খুবই বিখ্যাত', এমনই একটি বক্তব্য রেখে বিজেপি নেতা নরোত্তম মিশ্র ক্রমাগত তোপ দাগতে থাকেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। প্রসঙ্গত, রাজ্যের মুখ্যমন্ত্রী আজ থেকে প্রায় এক মাস আগে নন্দীগ্রামের বুকে আহত হন। ঘটনাকে বিরোধী শিবিরের অনেকেই 'নাটক' বলে আখ্যা দেন। কটাক্ষ আসে দিলীপ ঘোষের তরফেও। এরপর বিজেপির তরফে নরোত্তম মিশ্র চড়ালেন কটাক্ষের সুর।

'দেশে দুটো হুইলচেয়ার ফেমাস'

'দেশে দুটো হুইলচেয়ার ফেমাস'

বিজেপি নেতা নরোত্তম মিশ্র বলেন, 'দেশে দুটি হুইলচেয়ার ফেমাস। একটি পাঞ্জাব থেকে উত্তর প্রদেশের বান্দায় গিয়েছে। আর আরেকটি এখানে'। নরোত্তম মিশ্র যখন এই কথা বলছেন, তখন তাঁরই পাশে বসে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন সৈনিক জিতেন্দ্র তিওয়ারি। যিনি এবার পাণ্ডবেশ্বরে বিজেপির টিকিটে ভোট লড়ছেন।

 সুর চড়ালেন নরোত্তম

সুর চড়ালেন নরোত্তম

মধ্যপ্রদেশের দাপুটে নেতা নরোত্তম মিশ্র বলেন, 'হুইলচেয়ারে থাকা একজন ভয় পাচ্ছেন হারের, আরেকজন ভয় পাচ্ছেন মারের।' প্রসঙ্গত, এদিন মমতচা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে মন্তব্য করতে গিয়ে 'হার' প্রসঙ্গটি তোলেন নরোত্তম মিশ্র। অন্যদিকে, পাঞ্জাবের জেল থেকে উত্তরপ্রদেশে আসা গ্যাংস্টার মুখতার আনসারির হুইলচেয়ারে বসা প্রসঙ্গে এদিন মন্তব্য করেন নরোত্তম।

মমতা বন্দ্যোপাধ্যায়ের চোট

মমতা বন্দ্যোপাধ্যায়ের চোট

উল্লেখ্য, গত মাসের ১১ তরিখ হলদিয়ায় মনোনয়ন পত্র জমা দিয়ে মমতা সন্ধ্যে নাগাদ নন্দীগ্রামের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। সেই সময় সন্ধ্যে ৬ টার আশপাশে মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামেই আহত হন। এরপর থেকে আহ মুখ্যমন্ত্রীক আঘাত নিয়ে বহু বিতর্ক, চাপানোতর শুরু হয়। হাসপাতালে কয়েকদিন থাকার পর মমতা হুইল চেয়ারে প্রচার পর্ব শুরু করেন।

মুখতার আনসারির ঘটনা

মুখতার আনসারির ঘটনা

বিএসপির বিধায়ক তথা গ্যাংস্টার হিসাবে পরিচিত মুখতার আনসারিকে কয়েকদিন আগেই পাঞ্জাবের জেল থেকে ছাড়া হয়েছে। এরপর আনসারিকে উত্তরপ্রদেশের বন্দায় নিয়ে আসা হয়। তাঁকে এক বিচারের জন্য উত্তরপ্রদেশে আনা হয়। আনসারির উত্তরপ্রদেশের প্রবেশের দিন দেখা যায় তাঁকে হুইল চেয়ারে চড়ে আসতে। সেই ঘটনা নিয়ে ব্যাপক সমালোচনার ঝড় দেখা যায়।

English summary
Narottam Das targets Mamata over wheel chair issue, takes comparison of Mukhtar Ansari
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X