For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হলে বিপর্যয় হবে, বলছেন মনমোহন

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

মনমোহন সিং ও নরেন্দ্র মোদী
নয়াদিল্লি, ৩ জানুয়ারি: নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীর কুর্সিতে বসলে দেশে বিপর্যয় হবে। এমনই মনে করেন বর্তমান প্রধানমন্ত্রী মনমোহন সিং।

শুক্রবার সাংবাদিক বৈঠক ডেকেছিলেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। লোকসভা নির্বাচনের আগে সম্ভবত এটাই তাঁর শেষ সাংবাদিক বৈঠক। নজিরবিহীনভাবে তিনি আক্রমণ করেন বিরোধী শিবিরের নেতা তথা বিজেপি-র প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদীকে। তিনি সাফ বলেন, "নরেন্দ্র মোদীর গুণাগুণ নিয়ে আলোচনা না করেও আমি বিশ্বাস করি, উনি প্রধানমন্ত্রী হলে দেশে বিপর্যয় ঘনিয়ে আসবে।"

প্রধানমন্ত্রীর ব্যাখ্যা, তিনি নিজে তৃতীয় বার রাজত্বভার নিতে রাজি নন। বরং রাহুল গান্ধী ওই পদের যোগ্য। উপযুক্ত সময়ে কংগ্রেস প্রধানমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণা করবে বলে তিনি জানান। মনমোহন সিংয়ের দাবি, ২০১৪ সালের লোকসভা ভোটে কংগ্রেসই জিতবে। কারণ ইউপিএ সরকার দেশের উন্নয়ন ঘটিয়েছে। মানুষ তাই কংগ্রেস তথা ইউপিএকে ভোট দেবে।

এদিকে, প্রধানমন্ত্রী এহেন বক্তব্যের জবাবে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে বিজেপি। অরুণ জেটলি পাল্টা সাংবাদিক বৈঠক করে বলেছেন, প্রধানমন্ত্রী একটাই সঠিক কথা বলেছেন। তা হল, তিনি নিজে তৃতীয়বার প্রধানমন্ত্রী হবেন না। দেশের উন্নয়ন নিয়ে বাকি যা-যা বলেছেন, সবই মিথ্যা। অরুণ জেটলি আরও বলেন, নরেন্দ্র মোদীর বিরুদ্ধে যেভাবে আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী, তা ন্যক্কারজনক। নিজের পদের মর্যাদা রক্ষা করে তবে এ ধরনের কথা উচিত মনমোহন সিংয়ের।

English summary
Narendra Modi will be a disaster for PM, says Manmohan Singh
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X