For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রথযাত্রায় ঝড় তুলতে রাজ্যে মোদী! প্রথম সভা ১৬ ডিসেম্বর

রথযাত্রা চলাকালীন রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রথম সভা ১৬ ডিসেম্বর, শিলিগুড়িতে। প্রধানমন্ত্রীর দফতর থেকে মৌখিকভাবে জানানো হয়েছে। দু-একদিনের মধ্যে লিখিত অনুমতি এসে যাবে।

  • |
Google Oneindia Bengali News

রথযাত্রা চলাকালীন রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রথম সভা ১৬ ডিসেম্বর, শিলিগুড়িতে। প্রধানমন্ত্রীর দফতর থেকে মৌখিকভাবে জানানো হয়েছে। দু-একদিনের মধ্যে লিখিত অনুমতি এসে যাবে। এমনটাই জানিয়েছেন রাজ্য বিজেপির নেতা সায়ন্তন বসু। এর আগে রাজ্যে ৪ টি জনসভা করার ব্যাপারে প্রধানমন্ত্রীর সম্মতির কথা জানা গিয়েছিল। তবে, বাকি সভার দিন ও স্থান নিয়ে কোনও সিদ্ধান্ত জানা যায়নি। তবে, নতুন বছরে লোকসভা ও বিধানসভা ভিত্তিক জনসভা হবে। সেই সভায় নরেন্দ্র মোদী এবং যোগী আদিত্যনাথের হাজির থাকার কথা প্রাথমিকভাবে জানা গিয়েছে।

বাকি সভার স্থান নিয়ে জল্পনা

বাকি সভার স্থান নিয়ে জল্পনা

রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছিলেন, উত্তরবঙ্গের সভা শিলিগুড়ি কিংবা মালদহে হতে পারে। বাকি তিনটি সভা দক্ষিণবঙ্গে হওয়ার সম্ভবনা। আলোচনায় উঠে এসেছিল দুর্গাপুর, কৃষ্ণনগর এবং বীরভূমের নাম। প্রথম সভা শিলিগুড়িতে হবে বলে জানা গেলেও, বাকি সভার সভার স্থান কিংবা তারিখ এখনও চূড়ান্ত হয়নি।

উত্তরবঙ্গে সভার স্থান নিয়ে জটিলতা

উত্তরবঙ্গে সভার স্থান নিয়ে জটিলতা

উত্তরবঙ্গে প্রধানমন্ত্রী একটি সভার কথা জানা গেলেও বাকি সভার স্থান নিয়ে জটিলতা তৈরি হয়েছে বলে সূত্রের খবর। ওল্ড মালদা, গাজোলে সভা হওয়ার কথা থাকলেও মাঠ পাওয়া যায়নি। ফলে সভা শিলিগুড়ি ও সংলগ্ন এলাকা তথা জলপাইগুড়ি কিংবা কোচবিহারে করার কথা জানা গিয়েছে।

কোচবিহারের রথযাত্রা শুরু দলীর কর্মীর ধানি জমি থেকে

কোচবিহারের রথযাত্রা শুরু দলীর কর্মীর ধানি জমি থেকে

শিলিগুড়ির বিজেপি নেতা রজত মুখোপাধ্যায় জানিয়েছেন, কোচবিহারে মাঠ দেয়নি রাজ্য সরকার। যার জেরে এক বিজেপি কর্মীর জমি পরিষ্কার করে সেখান থেকে রথযাত্রা শুরুর প্রস্তুতি নেওয়া হয়েছে।

কোচবিহার থেকে রথযাত্রা শুরু ৭ ডিসেম্বর

কোচবিহার থেকে রথযাত্রা শুরু ৭ ডিসেম্বর

কোচবিহার থেকে রথযাত্রা শুরু ৭ ডিসেম্বর। যা ১৫ ডিসেম্বর শিলিগুড়িতে পৌঁছবে। ১৭ ডিসেম্বর থেকে তা পরবর্তী গন্ত্বব্যের উদ্দেশে রওনা দেবে বলে জানা গিয়েছে। এরইমধ্যে শিলিগুড়িতে দুটি বড় জনসভা করা হবে বিজেপির তরফে।

তিন রথযাত্রার সূচনাতেই অমিত শাহ

তিন রথযাত্রার সূচনাতেই অমিত শাহ

কোচবিহার থেকে রথযাত্রা শুরু ৭ ডিসেম্বর। যা ১৫ ডিসেম্বর শিলিগুড়িতে পৌঁছবে। ১৭ ডিসেম্বর থেকে তা পরবর্তী গন্ত্বব্যের উদ্দেশে রওনা দেবে বলে জানা গিয়েছে। এরইমধ্যে শিলিগুড়িতে দুটি বড় জনসভা করা হবে বিজেপির তরফে।

English summary
Narendra Modi will attend his first meeting in West bengal on 16th December
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X