For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এপ্রিলেই ফের এরাজ্যে আসছেন মোদী! হাই ভোল্টেজ সভার তালিকায় চমক

২০১৯ লোকসভা নির্বাচনে বাংলাকে কার্যত পাখির চোখ করে নিয়েছে বিজেপি। বিভিন্ন জনমত সমীক্ষার হিসাব বলছে, ২০১৪ সালের নির্বাচনের তুলনায় ২০১৯ সালের নির্বাচনে আরও বেশি ভোট পেতে চলেছে পদ্মশিবির।

  • |
Google Oneindia Bengali News

২০১৯ লোকসভা নির্বাচনে বাংলাকে কার্যত পাখির চোখ করে নিয়েছে বিজেপি। বিভিন্ন জনমত সমীক্ষার হিসাব বলছে, ২০১৪ সালের নির্বাচনের তুলনায় ২০১৯ সালের নির্বাচনে আরও বেশি ভোট পেতে চলেছে পদ্মশিবির। যদিও বিরোধীরা তা মানতে রাজি নয়। এদিকে, ভোট পরিসংখ্যান ঘিরে জল্পনার মধ্যে রাজ্যে ফের একবার প্রচারে আসছেন নরেন্দ্র মোদী।

এপ্রিলে ফের রাজ্যে আসছেন মোদী! হাই ভোল্টেজ সভার তালিকায় চমক

বিজেপি সূত্রের দাবি, ২০ এপ্রিল রাজ্যের বুনিয়াদপুরে সভা করবেন মোদী। বালুরঘাট লোকসভায় বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের সমর্থনে ভোট প্রচারে আসছেন তিনি। এরপর ২৩ এপ্রিল আসানসোলে বিজেপির হাই প্রোফাইল প্রার্থী তথা সাংসদ বাবুল সুপ্রিয়োর হয়ে প্রচার সভা আসবেন তিনি। উল্লেখ্য়, ২০১৪ সালেও বাবুল সুপ্রিয়োর হয়ে প্রচার সভায় অংশ নেন মোদী। এদিকে, ২৩ এপ্রিলের পর ২৪ এপ্রিল বোলপুরের সভা। ফলে, বীরভূমের কেষ্টর গড়ে সেদিন বিজেপির হয়ে প্রচারে নামবেন মোদী । এই হাই ভোল্টেজ সভার দিকে তাকিয়ে তামাম বাংলার রাজনীতি।

[আরও পড়ুন: বিজেপির নতুন প্রার্থী তালিকা! যোগীর আসন থেকে লড়াই ভোজপুরি তারকার][আরও পড়ুন: বিজেপির নতুন প্রার্থী তালিকা! যোগীর আসন থেকে লড়াই ভোজপুরি তারকার]

এরপরই একই দিনে তিনি বোলপুরের পর রানাঘাটে সবা করবেন। উল্লেখ্য, বিজেপি সূত্রে জানা গিয়েছে নবরাত্রির সময় ৯ দিন ধরে ১৩ টি রাজ্যে ২৩ টি জনসভা করবেন নরেন্দ্র মোদী । ওড়িশা ,ছত্রিশগড়, বাংলা ,ত্রিপুরা ,মনিপুর মহারাষ্ট্র, কর্ণাটক, তামিলনাড়ু, গুজরাত, গোয়া ,বিহার, অসভা করবেন তার মধ্যে দু'দিনে চারটি সভা করবেন তিনি ।

[আরও পড়ুন: ১৮ এপ্রিলের দ্বিতীয় দফা মায়াবতীর কাছে মাছের চোখ; বিজেপির সাম্রাজ্যে আঘাত হানার মোক্ষম সুযোগ ওই দিন][আরও পড়ুন: ১৮ এপ্রিলের দ্বিতীয় দফা মায়াবতীর কাছে মাছের চোখ; বিজেপির সাম্রাজ্যে আঘাত হানার মোক্ষম সুযোগ ওই দিন]

[আরও পড়ুন:নির্বাচনী বিধিভঙ্গ! ২ য় দফার আগে যোগী-মায়াবতীর বিরুদ্ধে নিষেধাজ্ঞা কমিশনের][আরও পড়ুন:নির্বাচনী বিধিভঙ্গ! ২ য় দফার আগে যোগী-মায়াবতীর বিরুদ্ধে নিষেধাজ্ঞা কমিশনের]

English summary
Narendra Modi to come to West Bengal on 20 April for loksabha poll campaign.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X