For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাপি লাহিড়ীর সমর্থনে ২৭ এপ্রিল উত্তরপাড়ায় আসছেন নরেন্দ্র মোদী

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

মোদী
কলকাতা, ২৪ এপ্রিল: পাঁচ বছর আগেও ছবিটা এমন ছিল না। রাজ্যের আর পাঁচটা জায়গার মতো হুগলী জেলাতেও যে কোনও জনসভায় মাছি তাড়াত বিজেপি। কিন্তু এখন তাদের ডাকে পিলপিলিয়ে লোক আসছে। আর তাই পশ্চিমবঙ্গকে বাড়তি গুরুত্ব দিচ্ছেন খোদ নরেন্দ্র মোদী। গত পাঁচ ফেব্রুয়ারি ব্রিগেডে জনসভা করার পর এবার হুগলী জেলার উত্তরপাড়ায় ফের তিনি আসছেন। আগামী ২৭ এপ্রিল।

বিভিন্ন মহল থেকে বলা হচ্ছে, এবার লোকসভা ভোটে পশ্চিমবঙ্গের অন্তত ২১টি আসনে উল্লেখযোগ্যভাবে নিজেদের ভোটের হার বাড়িয়ে নেবে বিজেপি। এমনকী তারা এবার ২-৩টি আসনে জিততে পারে বলেও অনুমান। রাজ্য বিজেপি নেতারা বলছেন, কৃষ্ণনগর, আসানসোল, শ্রীরামপুর, দমদম ইত্যাদি আসনে চমকপ্রদ ফল হবে। লক্ষ করলে দেখা যাচ্ছে, এই আসনগুলিতে হেভিওয়েট বা সেলিব্রিটিদের প্রার্থী করেছে বিজেপি। ২০০৯ সালের লোকসভা ভোটেও তাদের ছিল গয়ংগচ্ছ মনোভাব। অথচ এবার বিজেপি নেতা-কর্মীদের মনোভাব যথেষ্ট লড়াকু।

এ সব দেখেশুনে পশ্চিমবঙ্গে দলকে আরও উৎসাহ জোগাতে ২৭ এপ্রিল উত্তরপাড়ায় আসছেন নরেন্দ্র মোদী। এই এলাকা শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত। শ্রীরামপুরে দলের প্রার্থী বাপি লাহিড়ী। প্রসঙ্গত, শ্রীরামপুরে এখনও দলের সংগঠন সেইভাবে মজবুত নয়। তা সত্ত্বেও বাপি লাহিড়ীর সমর্থনে কাতারে কাতারে লোক আসছে। এতে তৃণমূল কংগ্রেস, সিপিএম উভয়েই চিন্তিত।

২৭ এপ্রিল নরেন্দ্র মোদীর সঙ্গে একই মঞ্চে থাকবেন বাপি লাহিড়ী। পাশের হুগলী লোকসভা আসনে প্রার্থী হয়েছেন সাংবাদিক চন্দন মিত্র। তিনিও হাজির থাকবেন। এ ছাড়া রাজ্য স্তরের নেতারা যেমন রাহুল সিনহা, তথাগত রায়রাও থাকবেন বলে খবর।

ব্রিগেডে নরেন্দ্র মোদীর জনসভায় ভালোই ভিড় হয়েছিল। তার কিছুদিন পরই শিলিগুড়ির কাছে মাটিগাড়াতেও ব্যাপক ভিড় হয়। এই কারণে বিজেপি নেতারা মনে করছেন, যত দিন যাচ্ছে, তত তাদের পক্ষে জনসমর্থন বাড়ছে। আর এর পিছনে মোদী-হাওয়া কাজ করছে। যদি উত্তরপাড়াতেও ঠাসা ভিড় হয়, তা হলে কৃষ্ণনগর এবং আসানসোলেও নরেন্দ্র মোদীকে নিয়ে আসার পরিকল্পনা রয়েছে রাজ্য বিজেপি-র।

English summary
Narendra Modi to campaign in support of Bappi Lahiri on April 27
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X