For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আপনার আচরণই বলে দিচ্ছে আপনি হেরে গেছেন, ডুমুরজলার সভা থেকে মমতাকে নিশানা মোদীর

আপনার আচরণই বলে দিচ্ছে আপনি হেরে গেছেন, ডুমুরজলার সভা থেকে মমতাকে নিশানা মোদীর

Google Oneindia Bengali News

আপনার ব্যবহারই বলে দিচ্ছে অপনি হেরে গিয়েছেন। ফের মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। ডুমুরজলার সভা থেকে ফের মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে মোদী বলেন, আপনি বাংলার মানুষের বিশ্বাস ভেঙেছেন। কয়লা ধুলেও ময়লা যায় না। মমতাকে নিশানা করে কটাক্ষ করেছেন মোদী। বাংলার ভোটারদের নিজের জমিদারি ভাবছেন মোদী। এমনই তীব্র আক্রমণ শানিয়েছেন মোদী।

মমতাকে নিশানা

মমতাকে নিশানা

ফের মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হাওড়ায় যখন একদিকে ভোট চলছে অন্যদিকে সভা করেন প্রধানমন্ত্রী মোদী। সেই সবা থেকে তিনি দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যবহারই বলে দিচ্ছে তিনি হেরে গিয়েছেন। বাংলার মানুষের বিশ্বাস ভেঙেছেন মোদী। তিনি বাংলার ভোটারদের জমিদারি ভাবছেন বলেও আক্রমণ শানিয়েছেন প্রধানমন্ত্রী।

ভাষা নিয়ে রাজনীতি

ভাষা নিয়ে রাজনীতি

মমতা বন্দ্যোপাধ্যায় ভাষা নিয়েও রাজনীতি করেন বলে অভিযোগ করেছেন মোদী। দেশের সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের তিনি জন্মদিনে চিঠি লিখে পাঠান। মমতা বন্দ্যোপাধ্যায়কেও বাংলাতে চিঠি লিখে পাঠিয়েছিলেন। তার উত্তরে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে গুজরাতিতে চিঠির উত্তর দিয়েছিলেন। সেটা অত্যন্ত ভাল লেগেছিল তাঁর। এমনই দাবি করেছেন প্রধানমন্ত্রী। কিন্তু একুশের ভোটে ভাষা নিয়ে যেভাবে মমতা লাগাতার তাঁদের আক্রমণ করে চলেছে তা কোনও ভাবেই শোভনীয় নয়। কারণ ভারত বিচিত্র ভাষাভাষির দেশ।

কমলে ছাপ দিন

কমলে ছাপ দিন

ডুমু জলার সভা থেকে বাংলার ভোটারদের পদ্মফুল চিহ্নে ভোট দেওয়ার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। বাংলার ভোটারদের অপমান করেন দিদি। তিনি বলেন টাকা নিয়ে ভোট দেন। তার জবাব দেওয়ার সময় এসে গিয়েছে। সব অপমানের জবাব দিতে পদ্মফুল চিহ্নে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। বাংলাকে দুর্নীতি মুক্ত করে গড়ে তুলতে বিজেপির সরকার গড়তেই হবে।

সিন্ডিকেট নিয়ে নিশানা

সিন্ডিকেট নিয়ে নিশানা

মমতা সরকার গোটা রাজ্যে সিন্ডিকেট রাজ করে তুলেছে। বিজেপি সরকার প্রথম মন্ত্রিসভার বৈঠকে রাজ্যের গরিব কৃষক মধ্যবিত্তদের সুবিধা দেওয়ার প্রক্রিয়া শুরু করবে। কিষাণ নিধি প্রকল্পের সুবিধা পাবেন কৃষকরা। তাঁদের বকেয়া টাকা দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী।

সিঙ্গুরে আলগা হয়েছে মমতার মাটি! তারুণ্যের স্বপ্ন নিয়ে পরিত্রাতা হতে চান সৃজনসিঙ্গুরে আলগা হয়েছে মমতার মাটি! তারুণ্যের স্বপ্ন নিয়ে পরিত্রাতা হতে চান সৃজন

English summary
Narendra Modi target Mamata Banerjee over Bengal poll
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X