For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মমতার 'হিন্দি'র জবাবে মোদীর 'বাংলা' ভাষায় ভাষণ! বাঁকুড়ায় ভোট-পারদ চড়িয়ে জারি গড় দখলের লড়াই

বাঁকুড়ায় তাপমাত্রার পারদ কার্যত ৪০ ডিগ্রি ছুঁই ছুঁই, আর তার সঙ্গে পাল্লা দিয়ে ভোট ঘিরে রাজনৈতিক পারদও চড়িয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Google Oneindia Bengali News

বাঁকুড়ায় তাপমাত্রার পারদ কার্যত ৪০ ডিগ্রি ছুঁই ছুঁই, আর তার সঙ্গে পাল্লা দিয়ে ভোট ঘিরে রাজনৈতিক পারদও চড়িয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন বাঁকুড়ায় বিজেপির নির্বাচনী সভায় যোগ দিয়ে ভাষণের মধ্যে বহুবার বাংলায় কথা বলতে শোনা গেল প্রধানমন্ত্রীকে। প্রসঙ্গত ,সপ্তদশ লোকসভা ভোটের দামামা বাজতেই মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর একাধিক নির্বাচনী প্রচারে হিন্দিতে ভাষণ দিয়েছেন। আর ওয়াকিবহাল মহলের ধারণা , মমতার হিন্দি ভাষণের জবাবেই এবার বাংলার মাটিতে পা রেখে বাংলা ভাষায় বক্তব্য রাখতে শুরু করে দিলেন মোদীও।

রবীন্দ্রনাথকে স্মরণ

রবীন্দ্রনাথকে স্মরণ

২৫ শে বৈশাখ রবীন্দ্রনাথের জন্ম জয়ন্তীতে বাংলার মাটিকে পা রেখেই , ভাঙা বাংলায় নিজের ভাষণ শুরু করেন মোদী। শুরুতেই ,' আপনারা কেমন আছেন?..' বলে মোদী বলতে থাকে, 'রবীন্দ্রনাথ ঠাকুরের শুভজন্মতিথি ২৫ শে বৈশাখে এই বাংলা পূণ্য হোক, বাংলায় শান্তি আসুক। এই প্রার্থনা আমাদের..'।

বাংলায় স্লোগান

বাংলায় স্লোগান

আগের দিনের মতোই এদিনের সভামঞ্চ থেকেও ফের একবার বাংলা ভাষায় স্লোগান তোলেন মোদী। বাঁকুড়ায় মাটি থেকে বিজেপির সমর্থনে স্লোগান ওঠে,'চুপচাপ কমল ছাপ', 'বুথে বুথে টিএমসি সাফ'। আর এই সমস্ত স্লোগান নিয়ে মঞ্চ থেকে সরব হন বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী মোদী।

কয়লা মাফিয়া ইস্যু

কয়লা মাফিয়া ইস্যু

বাঁকুড়ার স্থানীয় সমস্যা কয়লা মাফিয়াদের কথাও এদিন মোদীর ভাষণে উঠে আসে। হিন্দি ভাষণের মধ্যেই হঠাৎ ভাঙা বাংলায় মোদীকে বলতে শোনা যায়,' এই এলাকার কয়লা খাদানে টিএমসির মাফিয়া রাজ কেমন চলছে , তা আপনারা ভালোই জানেন। এখানের কয়লা খাদানের থেকে টিএমসি নেতারা টাকা বানাচ্ছে, আর কয়লা খাদানের মজুররা টাকা পাচ্ছেন না।'

[আরও পড়ুন: 'ভারতের প্রধানমন্ত্রীকে দিদি মানেন না,পাকিস্তানের পিএমকে নিয়ে গর্ব করেন',বাঁকুড়ায় তোপ মোদীর ][আরও পড়ুন: 'ভারতের প্রধানমন্ত্রীকে দিদি মানেন না,পাকিস্তানের পিএমকে নিয়ে গর্ব করেন',বাঁকুড়ায় তোপ মোদীর ]

মমতা-মোদী ভাষা-যুদ্ধ!

মমতা-মোদী ভাষা-যুদ্ধ!

লোকসভা ভোটের ফাইনাল যতই এগিয়ে আসছে ততই চড়ছে ভোট পারদ। আর বাংলায় গড় দখলের লড়াইতে রীতিমত তৎপর মোদী ও মমতা। রাজ্যের একাধিক ভাষণে মমমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা গিয়েছে হিন্দিতে বক্তব্য রাখতে, অন্যদিকে, এবার সেই সুরেই ভোট-পারদ চড়িয়ে বাংলার মাটিতে একের পর এক প্রচার মঞ্চে মোদী বাংলায় বক্তব্য রাখছেন ভাষণের মাঝেই। এঁদের মধ্যে মমতার লড়াই জাতীয় রাজনীতিতে নিজের প্রাসঙ্গিকতার জমি পোক্ত করার, আর মোদীর লড়াই বাংলার মাটিতে বিজেপির দূর্গ পোক্ত করার। আর তাই সভা মঞ্চের ভাষণে চলছে 'ভাষা'র লড়াইও। যা লড়াইয়ের জয় পরাজয়ের উত্তর তোলা রয়েছে আগামী ২৩ শে মে-র হাতে।

[আরও পড়ুন: মোদীর সমালোচনায় খোদ বিজেপি নেতাই! রাজীব-বিতর্ক ঘিরে সরগরম জাতীয় রাজনীতি ][আরও পড়ুন: মোদীর সমালোচনায় খোদ বিজেপি নেতাই! রাজীব-বিতর্ক ঘিরে সরগরম জাতীয় রাজনীতি ]

English summary
Is Narendra Modi's Bengali speech in Bankura in Bengal an answer to Mamata's Hindi speech! question arises
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X