For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মমতার বিরুদ্ধে তুল্যমূল্য লড়াই দিতে মোদী নামই যথেষ্ট! একুশের নির্বাচনে কৌশল বিজেপির

মমতার বিরুদ্ধে তুল্যমূল্য লড়াই দিতে মোদী নামই যথেষ্ট! একুশের নির্বাচনে কৌশল বিজেপির

Google Oneindia Bengali News

২০২১-এ তৃণমূলকে হারিয়ে বাংলায় গেরুয়া পতাকা তোলাই বিজেপির উদ্দেশ্য। সেই কারণে যে কোনও মূল্যে বাংলায় জিততে চায় বিজেপি। আর বিজেপির যখন বাংলায় ক্ষমতা দখলই পাখির চোখ, তখন তাদের একমাত্র বাজি নরেন্দ্র মোদী। বিজেপি জানে ওই একটা নামেই মমতা হারতে পারেন বাংলায়। ঠিক যেমন হয়েছিল লোকসভায়।

মোদীকে মাইনাস করলে সাফল্য ফ্যাকাসে

মোদীকে মাইনাস করলে সাফল্য ফ্যাকাসে

রাজনৈতিক মহল মনে করে, ২০১৯-এ বাংলায় বিজেপির বড় জয়ের পিছনে রয়েছে মোদী-মুখ। মোদীকে মুখ করেই বাংলায় ২ থেকে বেড়ে ১৮ হয়েছে- এ কথা বঙ্গ বিজেপির নেতা-নেত্রীরাও মনে করেন। মোদীকে মাইনাস করে দিলে ওই সাফল্য ধরা দিত কি না তা নিয়ে প্রশ্ন রয়েই যায়।

বিজেপিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিদ্বন্দ্বী কে

বিজেপিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিদ্বন্দ্বী কে

এই পরিস্থিতিতে বিজেপি চাইছে ২০২১-এ নরেন্দ্র মোদীকে মুখ করে ফায়দা তুলতে। মমতা বন্দ্যোপাধ্যায়কে একমাত্র তিনিই চ্যালেঞ্জ করতে পারেন। বাংলায় এমন কোনও মুখ নেই যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিদ্বন্দ্বী মুখ হতে পারেন। তা মোদীর নাম নিয়েই কাজ হাসিল করতে চাইছে বিজেপি।

মুকুল-দিলীপরা কি বিকল্প হতে পারেন!

মুকুল-দিলীপরা কি বিকল্প হতে পারেন!

রাজনৈতিক মহল মনে করে, মানুষ যখন রাজনৈতিক মেরুকরণের কথা ভাবে, সর্বাগ্রে দলীয় নেতাদের মুখটা ভাবে। তৃণমূল কংগ্রেসের যেমন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু বিজেপিতে কে? মুকুল রায় আছেন, দিলীপ ঘোষ আছেন, রাহুল সিনহা আছেন, এমন আরও অনেকে আছেন! কিন্তু কেউ কি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প হতে পারেন!

বিজেপিকে বাংলায় জেতালে মোদী-শাসন!

বিজেপিকে বাংলায় জেতালে মোদী-শাসন!

সেই কারণেই বেঙ্গল বিজেপির ভাবনা, ২০২১ সালের বিধানসভা ভোটেও মোদীকে প্রজেক্ট করার কথা ভাবা হচ্ছে। অর্থাৎ বাংলাতেও মোদীকে দেখিয়ে ভোট চাইবে বিজেপি। বিজেপিকে বাংলায় জেতালে মোদী-শাসন চালু হবে রাজ্যে। তাঁরই কোনও প্রতিনিধি বাংলার সিংহাসনে বসবেন।

২৯৪টির মধ্যে ১০০-এর বেশি বিধানসভায় প্রভাব

২৯৪টির মধ্যে ১০০-এর বেশি বিধানসভায় প্রভাব

২০১৯ সালের লোকসভা নির্বাচনের বিজেপি ৪২টি লোকসভা আসনের মধ্যে ১৮টিতে জয় পেয়ে চমক দিয়েছিল। মোট ২৯৪টির মধ্যে ১০০-এর বেশি বিধানসভা কেন্দ্রে এর প্রত্যক্ষ প্রভাব পড়েছে। দিলীপ ঘোষ বা মুকুল রায়দের কৃতিত্ব খাটো না করেই বলা যায় এই ফলাফলের নেপথ্যে ছিল মোদীর নাম।

মোদী বাংলাতেও সমান জনপ্রিয়

মোদী বাংলাতেও সমান জনপ্রিয়

২০১৯-এর যুদ্ধ আদপে মোদী-মমতার যুদ্ধে পরিণত হয়েছিল। ২০২১-এও যদি তা-ই হয় তাহলে কী হতে পারে। এটা অবশ্য একটু ভাবর বিষয়। মোদীর জনপ্রিয়তা নিয়ে কোনও কথা হবে না। তিনি বাংলাতেও সমান জনপ্রিয়। তার ফায়দা অবশ্যই পাবে বিজেপি। কিন্তু আবার এই বার্তাও যাবে যে বাংলার ভোট, বাংলার কোনও মুখ পেল না বিজেপি। তাহলে এই দলের ভবিষ্যৎ কী!

মোদী নাম না থাকলে বাংলায় অসম লড়াই

মোদী নাম না থাকলে বাংলায় অসম লড়াই

বিজেপি কিন্তু তা গুরুত্ব দিচ্ছে না। বিজেপি ভাবছে, মোদী নাম না থাকলে বাংলায় অসম লড়াই হয়ে যাবে। মোদী বনাম মমতা লড়াই হলে বিজেপি পক্ষা অপেক্ষাকৃত ভালো হবে। কেননা আগামী নির্বাচনের জন্য মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসাবে যদি অন্য কাউকে মুখ করা হয়, তা খাটো হয়ে যাবে মমতার থেকে।

দিলীপ-মুকুলকে নিয়ে মোদী-শাহের প্ল্যান

দিলীপ-মুকুলকে নিয়ে মোদী-শাহের প্ল্যান

বিজেপি চাইছে, দিলীপ ঘোষ এবং মুকুল রায়কে সামনে রেখে ভোটে লড়তে। কিন্তু বাংলায় মোদী মুখকেই গুরুত্ব সহকারে তুলে ধরা হবে। তাহলেই ফায়দা লোটা যাবে বাংলা থেকে। মমতার ক্যারিশ্মার সঙ্গে মোদী ম্যাজিকের লড়াই তুল্যমূল্য হবে। মোদী এবং শাহ লোকসভা নির্বাচনের সময় যেমন প্রচার করেছিলেন, তেমনভাবেই তারা বাংলার সফর করবেন।

মুকুলদের বিশ্বাসঘাতক বলছে বিজেপিই! ২০২১-এর আগে দলাদলিতে অশনি সংকেতমুকুলদের বিশ্বাসঘাতক বলছে বিজেপিই! ২০২১-এর আগে দলাদলিতে অশনি সংকেত

English summary
Narendra Modi’s name will be factor in Bengal Election against Mamata Banerjee. BJP plans to fight in 2021 with Modi’s name like 2019,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X