For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাংলায় ভোটের বাকি দফায় মোদীর প্রচার নিয়ে 'লক্ষ্য পূরণ'-এ ধারালো স্ট্র্যাটেজি বিজেপির

  • |
Google Oneindia Bengali News

২০২১ সালের বিধানসভা নির্বাচনে এখনও পর্যন্ত যা খবর, তাতে বাংলার বুকে নরেন্দ্র মোদীর ২২ টি সভা করার কথা রেয়েছে। আর সেই লক্ষ্য পূরণে দ্বিতীয় দফা থেকে পঞ্চম দফা পর্যন্ত বাংলায় পর পর ভোটের দিন রাজ্যের বিভিন্ন কোণে সভা করছেন প্রধানমন্ত্রী। তবে করোনাকালে তাঁর আগামী সফরসূচি নিয়ে জল্পনা চড়লেও, মোদীর সভা ঘিরে 'লক্ষ্য পূরণে' ব্রতী গেরুয়া শিবিরে। দেখে নেওয়া যাক বাংলায় মোদীর পরবর্তী কর্মসূচি কী?

 ১৭ এপ্রিল মোদীর সভা

১৭ এপ্রিল মোদীর সভা

১৭ এপ্রিল পঞ্চম দফার ভোটের দিন আজও রাজ্যে রয়েছে নরেন্দ্র মোদীর সভা। এদিন আসানসোল ও গঙ্গারামপুরে পর পর জনসভা রয়েছে নরেন্দ্র মোদীর। এর আগেও বাংলায় ১ এপ্রিল দ্বিতীয় দফার ভোটের দিন নরেন্দ্র মোদী মথুরাপুর ও উলুবেড়িয়ায় সভা করেন। একই ঘরানায় চলে এপ্রিলের ৬,১০, ১২ এপ্রিলের কর্মসূচি। প্রচারের সেই ধাঁচ আজও একই থাকবে।

 ২১ এপ্রিল মোদীর সভা কোথায়?

২১ এপ্রিল মোদীর সভা কোথায়?

এরপরবর্তী ধাপে ২১ এ এপ্রিল মোদী সপ্তম দফার ভোট প্রচারে রাজ্যে আসবেন। সেদিন তিনি মালদহ ও মুর্শিদাবাদে যাবেন।
প্রসঙ্গত, অধীরগড় মুর্শিদাবাত ও কোতোয়ালি পরিবারের দাপটে থাকা মালদহে মোদীর সভা ঘিরে ইতিমধ্যেই পারদ চড়ছে। তবে, যেভাবে ৪ রাজ্য ও এক কেন্দ্রশাসিত অঞ্চলের ভোট গ্রহণের মধ্যে বাংলাকে ফোকাসে রেখে মোদীর সফরসূচি সাজিয়েছে বিজেপি, তা জাতীয় রাজনীতিতে বেশ প্রাসঙ্গিক হয়ে উঠছে।

২৪ এপ্রিল জনসভা কোথায়?

২৪ এপ্রিল জনসভা কোথায়?

এরপর ২৪ এপ্রিল মোদীর জনসভা রয়েছে অনুব্রত মণ্ডলের গড়ে। এর আগেই নিজের গড় থেকে অনুব্রত মোদীর বিরুদ্ধে একাধিক হুঙ্কার দিয়েছেন। মোদীর 'দিদি.. ও দিদি' ডাকের পাল্টা হিসাবে 'নরেন ও নরেন' সম্বোধনে পারদ তুঙ্গে রেখেছিলেন অনুব্রত। এরপর সেখানে ২৪ এপ্রিল সভা করার কথা রয়েছে নরেন্দ্র মোদীর। সেইদিনই কলকাতাও সভা রয়েছে মোদীর। ফলে ২৪ এপ্রিল একদিকে যেমন অনুব্রত গড়ে মোদীর প্রচার ঝড় তোলার কথা, তেমনই মমতার গড় কলকাতার বুকেও সভা করার কথা নরেন্দ্র মোদীর।

১৮ সভা ও লক্ষ্য পূরণ

১৮ সভা ও লক্ষ্য পূরণ

১৭ এপ্রিলের সভা ধরলে নরেন্দ্র মোদীর ১৮ টি সভা আজ পূর্ণ হওয়ার কথা। এদিকে, বিজেপি সূত্রের খবর ২২ টি জনসভা তাদের কর্মসূচিতে রয়েছে মোদীর জন্য। সেই দিক থেকে করোনাকালেও নীলবাড়ি দখলের লড়াইতে নরেন্দ্র মোদীর শিবির মরিয়া চেষ্টা চালাচ্ছে তাদের লক্ষ্য় পূরণে। সে ২০২১ বিধানসভার নিরিখে যদি মোদীর প্রচার সূচি ধরা যায় বাংলার জন্য, তাহলে দেখা যাবে, গত ৭ ফেব্রুয়ারি থেকে শুরু করে ১৭ এপ্রিল পর্যন্ত পর পর জনসভায় মাত মোদীর জনপ্রিয়তাকে হাতিয়ার করে নীলবাড়ি দখলের লক্ষ্যপূরণ করতে চাইছে বঙ্গ বিজেপি।

English summary
Narendra Modi's Bengal Vote campaign schedule for last three phases of west bengal poll
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X