For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদী বাংলায় চিঠি দিতেন মমতাকে, উত্তর পেতেন গুজরাটিতে! এ ভালো লাগা অনির্বচনীয়

একুশের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে বাংলায় এখন জমজমাট মোদী-দিদি ডুয়েল চলছে। উভয়ের মধ্যে সংঘাতের রাজনীতি নতুন নয়, তবু বর্তমান সময়ের প্রেক্ষিতে উভয়ের ডুয়েল এখন মিথে পরিণত হয়েছে।

Google Oneindia Bengali News

একুশের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে বাংলায় এখন জমজমাট মোদী-দিদি ডুয়েল চলছে। উভয়ের মধ্যে সংঘাতের রাজনীতি নতুন নয়, তবু বর্তমান সময়ের প্রেক্ষিতে উভয়ের ডুয়েল এখন মিথে পরিণত হয়েছে। এরই মধ্যে সখ্যতার বাতাবরণ তৈরি করে দিয়ে গেলেন মোদী। তাঁর একটি মন্তব্য দিদির প্রতি হার্দিক সম্পর্কের জানান দিয়ে গেল বাংলার ভোট-আবহে।

এক সৌজন্যের প্রেক্ষাপট রচনা করে দিলেন মোদী

এক সৌজন্যের প্রেক্ষাপট রচনা করে দিলেন মোদী

বর্তমানে যুযুধান দুই প্রতিপক্ষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্মুখ সমরে অবতীর্ণ তাঁরা। আর পাঁচ দফা লড়াই শেষে একজনকে হারতে হবে, অন্যজন হাসবেন শেষ হাসি। এই অবস্থায় তৃতীয় দফা ভোটের দিন এক সৌজন্যের প্রেক্ষাপট রচনা করে দিয়ে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি উত্থাপন করলেন একটি চিঠির প্রসঙ্গ।

মমতাকে লেখা চিঠির কথা ফাঁস করলেন নরেন্দ্র মোদী

মমতাকে লেখা চিঠির কথা ফাঁস করলেন নরেন্দ্র মোদী

বাংলায় ভোট প্রচারে এসে বাংলার মুখ্যমন্ত্রীকে লেখা চিঠির কথা ফাঁস করলেন নরেন্দ্র মোদী। তিনি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জন্মদিনের চিঠি লিখতেন। সেই চিঠি তিনি লিখতেন বাংলায়। আর মমতা বন্দ্যোপাধ্যায় তার জবাবি চিঠি মোদীকে লিখতেন গুজরাটিতে। এমনই সৌহার্দ্যের সম্পর্ক ছিল উভয়ের।

চিঠির ভালো লাগা ভাষায় প্রকাশ করতে পারবেন না মোদী

চিঠির ভালো লাগা ভাষায় প্রকাশ করতে পারবেন না মোদী

হাওড়ার ডুমুরজলায় নির্বাতনী জনসভা থেকে নরেন্দ্র মোদী বলেন, আমি বাংলা ভাষায় চিঠি লিখে মমতাকে তাঁর জন্মদিনের শুভেচ্ছা জানাতাম। তিনি জবাব দিতেন গুজরাটি ভাষায়। তা খুব ভালো লেগেছিল আমার। সেই ভালো লাগা আমি ভাষায় প্রকাশ করতে পারব না। তাঁর এই মন্তব্য নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়ে যায়।

চিঠির প্রসঙ্গ উত্থাপন করে একরাশ অভিমান মোদীর

চিঠির প্রসঙ্গ উত্থাপন করে একরাশ অভিমান মোদীর

মোদী-মমতার ওই চিঠি চালাচালি নিয়ে সর্বত্রই আলোচনা। এই সৌহার্দ্যের রাজনীতি কেন হারিয়ে যাচ্ছে বাংলা থেকে। যুযুধান দুই নেতার এই চিঠি নিয়ে উৎসাহিত হন দু-পক্ষের কর্মী-সমর্থকরাও। মোদী এই চিঠির প্রসঙ্গ উত্থাপন করে তাঁর একরাশ অভিমানও উগরে দেন। বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ও তাঁর বাংলার উচ্চারণ নিয়ে খোঁটা দেন।

মাতৃভাষার মতো বাংলাও তাঁর কাছে অত্যন্ত প্রিয় মোদীর

মাতৃভাষার মতো বাংলাও তাঁর কাছে অত্যন্ত প্রিয় মোদীর

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, তাঁর মাতৃভাষার মতো বাংলাও তাঁর কাছে অত্যন্ত প্রিয়। তাই যেখানেই তিনি যান বাংলা ভাষায় দু-একটা শব্দ বলার তিনি চেষ্টা করেন। আর এ প্রসঙ্গেই তিনি জানান, মমতাকে কেন বাংলায় চিঠি দিতেন মোদী। তিনি বলেন, প্রধানমন্ত্রী হওয়ার পর প্রত্যেক রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়ম করে জন্মদিনের শুভেচ্ছা পাঠাতেন তিনি।

মমতাকে কেন বাংলায় ভাষায় চিঠি লিখতেন মোদী

মমতাকে কেন বাংলায় ভাষায় চিঠি লিখতেন মোদী

মোদী বলেন, প্রত্যেকই তাঁর মাতৃভাষায় লেখা চিঠি পছন্দ করেন। তাই তিনি মমতাকে বাংলায় ভাষায় চিঠি লিখতেন। আর মমতাও তাঁর চিঠির উত্তর দিতেন। সেই উত্তর যেত গুজরাটিতে। উভয়ের প্রতি সম্মান ও মাতৃভাষার প্রতি গভীর শ্রদ্ধা দেখে উভয়ের অনুরাগীরাই আপ্লুত। সমর্থকরা উচ্ছ্বসিত এই আবেগ দেখে।

মাতৃভাষার প্রতি অনুরাগ নাকি মোদী-দিদির সেটিং

মাতৃভাষার প্রতি অনুরাগ নাকি মোদী-দিদির সেটিং

মোদী-দিদির একে অপরের প্রতি শ্রদ্ধা আর মাতৃভাষার প্রতি অনুরাগ যতই সৌহার্দযের পরিচায়ক হোক না কেন, বামপন্থীরা অবশ্য বিষয়টিকে মোদী-দিদির সেটিং বলেই কটাক্ষ করেছেন। সোশ্যাল মিডিয়ায় তাঁরা বলেন, লোকসভা ভোটের সময় প্রধানমন্ত্রী বলেছিলেন জন্মদিনে বাংলা থেকে কুর্তা আর মিষ্টি পাঠান দিদি।আর এবার বললেন দিদিকে বাংলায় চিঠি দিতে তিনি। সৌজন্য না সমীকরণ? প্রশ্ন তুলে দিলেন বামপন্থীরা।

English summary
Narendra Modi reveals the letter exchange between Mamata and him that is unspeakable.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X