For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শান্তি-সম্প্রীতির বাণী বিলোতে রাষ্ট্রপুঞ্জে বিবেকানন্দ থেকে তামিল কবিকে স্মরণ মোদীর

শিকাগোয় স্বামী বিবেকানন্দ শান্তি-সম্প্রীতির বার্তা দিয়ে মন জিতে নিয়েছিলেন দুনিয়ার। ১২৫ বছর পর সেই মার্কিন মুলুকে দাঁড়িয়ে শান্তির বার্তা বিলোলেন নরেন্দ্র মোদী।

  • |
Google Oneindia Bengali News

শিকাগোয় স্বামী বিবেকানন্দ শান্তি-সম্প্রীতির বার্তা দিয়ে মন জিতে নিয়েছিলেন দুনিয়ার। ১২৫ বছর পর সেই মার্কিন মুলুকে দাঁড়িয়ে শান্তির বার্তা বিলোলেন নরেন্দ্র মোদী। রাষ্ট্রপুঞ্জে সকলের মন জিতে নিয়ে বিবেকানন্দকেই আঁকড়ে ধরলেন তিনি। বিবেকানন্দকে মহান আধ্যাত্মিক গুরু বলে সম্বোধন করে ভারতের মিশন জানালেন প্রধানমন্ত্রী।

শান্তি-সম্প্রীতি বার্তায় মোদী-স্মরণে বিবেকানন্দ থেকে কানিয়ান

তিনি বলেন, স্বামী বিবেকানন্দ শিকাগোর বিশ্ব সম্মেলনে সম্প্রীতি এবং শান্তির বার্তা দিয়েছিলেন। সেই বিবেকানন্দের ভারতের প্রতিনিধি আমি। আমার ভারত সন্ত্রাসবাদ মুক্ত করার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে। ইউনাইটেড মিশনের পিস কিপিং মিশনে আমরাই সবথেকে বেশি বলিদান দিয়েছি। তবু আমাদের দেশ যুদ্ধ নয় বুদ্ধ দিয়েছে, শান্তির বার্তা দিয়েছে বিশ্বের কাছে। আমি সেই শান্তির বার্তা দিয়ে যাচ্ছি রাষ্ট্রপুঞ্জের এই মঞ্চ থেকে।

মোদী বলেন, সন্ত্রাসবাদ মানবতা বিরোধী। সেই সন্ত্রাসবাদ রুখবে ভারত। বিশ্বের চেহারা আজ বদলে যাচ্ছে। একবিংশ শতাব্দীর আধুনিক প্রযুক্তি, সামাজিক জীবন, ব্যক্তিগত জীবন, অর্থনীতি, সুরক্ষা, সংযোগ এবং আন্তর্জাতিক সম্পর্কে ব্যাপক পরিবর্তন আসছে। এমন পরিস্থিতিতে একটি খণ্ডিত বিশ্ব নয়, এক হওয়ার সময় এসেছে।

মোদী বলেন, যাবতীয় সমস্যার বিরুদ্ধে বিশ্বকে এক হয়ে লড়াই করতে হবে। হানাহানি নয়, শান্তি স্থাপনই জরুরি। এই পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী রাষ্ট্রপুঞ্জের সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিন হাজার বছরের প্রাচীন এক তামিল কবির বাণী তুলে ধরেন।

তামিল কবি কানিয়ান পুংগুন্দরানার বলেছিলেন, 'ইয়াধুম ওরে ইয়াভারুম কেলির', যার অর্থ 'আমরা সমস্ত জায়গার এবং সকলের জন্য আত্মীয়তার অনুভূতি পোষণ করি। মানুষ আমাদের নিজস্ব।' সেই বাণীই তিনি ছড়িয়ে দেন রাষ্ট্রপুঞ্জের বিশ্বমঞ্চে।

English summary
PM Narendra Modi remembers Vivekananda and Poet Kaniyan to give peace message. Modi says ‘wants Peace, no War’.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X