For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মমতার বাংলায় নজর মোদীর! এক এক করে ডেকে পাঠাচ্ছেন বাংলার বিজেপি সাংসদদের

মমতার বাংলায় নজর মোদীর! এক এক করে ডেকে পাঠাচ্ছেন বাংলার বিজেপি সাংসদদের

  • |
Google Oneindia Bengali News

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার এই বৈঠক শেষে দিলীপ ঘোষ জানিয়েছেন, মোদীজি বাংলার সমস্ত সাংসদের সঙ্গে বসবেন, কোথায় কী সমস্যা, কে কেমন কাজ করছেন, সংসদীয় এলাকায় সাম্প্রতির পরিস্থিতি কী সে ব্যাপারে খোঁজ খবর নিচ্ছেন প্রধানমন্ত্রী।

বাংলার সম্বন্ধে জানছেন মোদী

বাংলার সম্বন্ধে জানছেন মোদী

সামনেই পুরভোট। এই পুরভোট এবার মিনি বিধানসভার মর্যাদা পাচ্ছ। আবার ২০২১-এর মহাসংগ্রামের সেমিফাইনাল বললেও অত্যুক্তি হয় না। তাই পুরসভা ভোটকে কেন্দ্রে করে দিল্লিতে বসে নরেন্দ্র মোদীও তথ্য-তালাশ শুরু করে দিয়েছেন। মোট কথা পুরভোটে বিজেপির প্রস্তুতি কী রকম, সাংসদরা কেমন কাজ করছেন, তা জানতে চাইছেন মোদী।

দিলীপ জানালেন অভিযোগ

দিলীপ জানালেন অভিযোগ

এদিন দিলীপ ঘোষের সঙ্গে বৈঠক হয়। প্রায় এক ঘণ্টা বৈঠকে প্রধানমন্ত্রীও অনেক কথা জিজ্ঞাসা করেছেন দিলীপ ঘোষকে। তিনি রাজ্যের ব্যাপারে খোঁজ খবর নিয়েছেন। রাজ্যের আইনশৃঙ্খলা ছাড়াও দিলীপ ঘোষের সংসদীয় এলাকা এবং পুরভোটের প্রস্ততি নিয়েও জানতে চান। দিলীপ জানান, তিনি সমস্ত কিছুই জানিয়েছেন প্রধানমন্ত্রীকে।

বাংলার দিকে নজর পড়েছে মোদীর

বাংলার দিকে নজর পড়েছে মোদীর

দিলীপ ঘোষ প্রধামন্ত্রীকে জানিয়েছেন, সামনেই পুরসভা নির্বাচন। তার আগে বাংলায় ভয়ের পরিস্থিতি তৈরি করা হচ্ছে। প্রধানমন্ত্র্রী এই মর্মে বিস্তারিত রিপোর্ট চান। আর সেইসঙ্গে জানান, প্রধানমন্ত্রী সবার সঙ্গে বসবেন। সমস্ত এলাকা সম্বন্ধেই খোঁজ খবর নেবেন। এবার যে বাংলার দিকে নজর পড়েছে মোদীর, তা বেশ বোঝা যাচ্ছে পুর নির্বাচনের আগে।

নতুন আয়কর নীতিতে সুবিধে পাবেন না কর্মীরা, এমনই মনে করছে মার্সার সার্ভেনতুন আয়কর নীতিতে সুবিধে পাবেন না কর্মীরা, এমনই মনে করছে মার্সার সার্ভে

English summary
Narendra Modi now eyes toward Mamata Banerjee’s Bengal before municipal election. Dilip Ghosh informs him all information about West Bengal in meeting, others will give,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X