For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'অনুপ্রবেশকারীরা বাংলায় আদরে যত্নে বোমা বাঁধারও ছাড় পাচ্ছে', কেষ্টর গড়ে ঝাঁঝালো মোদীর নিশানায় মমতা

তিন দফা ভোট পর্ব মিটে গিয়েছে। এবার গোটা দেশ তাকিয়ে চতুর্থ দফার দিকে। আর ২৯ এপ্রিল চতুর্থ দফার আগে এদিন রাঢ় বাংলায় বীরভূমের মাটি থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে তোপ দাগেন প্রধানমন্ত্রী।

  • |
Google Oneindia Bengali News

তিন দফা ভোট পর্ব মিটে গিয়েছে। এবার গোটা দেশ তাকিয়ে চতুর্থ দফার দিকে। আর ২৯ এপ্রিল চতুর্থ দফার আগে এদিন রাঢ় বাংলায় বীরভূমের মাটি থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে তোপ দাগেন প্রধানমন্ত্রী। এদিন, বোলপুরের সভামঞ্চ থেকে রাজ্যে তৃণমূলের শাসনকে কার্যত একহাত নোন মোদী।

অনুপ্রবেশ নিয়ে মমতাকে তোপ

অনুপ্রবেশ নিয়ে মমতাকে তোপ

এদিন, বীরভূমে বিজেপির প্রার্থী দুধকুমার মণ্ডলের সমর্থনে এদিন মোদীর সভায় ফের উঠে আসে এনআরসি প্রসঙ্গ। মোদী বলেন,' দিদির চিন্তা একটাই, খালি বাংলাদেশ থেকে লোক আনো আর মোদীকে হাটাও ।' এর আগে,মমতাকে নিশানা করে মোদী বলেন, বাংলায় অনুপ্রবেশকারীদের আদর যত্ন করা হচ্ছে। আর এখানে বাংলাদেশীদের বোমা তৈরি করার ছাড় দেওয়া রয়েছে।

দিদির শক্তি গুন্ডাগিরি

দিদির শক্তি গুন্ডাগিরি

এদিন অনুব্রত মণ্ডলের গড় বীরভূমে দাঁড়িয়ে মোদীর বার্তা, মমতার সরকার টিকে রয়েছে তোলাবজি আর গুণ্ডাগিরির ওপর, ওটাই তৃণমূলের শক্তি। কিন্তু বিজেপির শক্তি গাণতান্ত্রিক শক্তি, মানুষকে নিয়ে তলে বিজেপি। এমনই দাবি করে বোলপুরের মঞ্চে সুর চড়ান মোদী।

'শান্তিনিকেতন অশান্ত'

'শান্তিনিকেতন অশান্ত'

এদিনের সভায় মোদী রবীন্দ্রনাথ ঠাকুরের প্রসঙ্গ উত্থাপন করে বলেন, যে সমাজের ভাবনা 'গুরুদেব'-এর ছিল, সেই সমাজ এখন বাংলায় নেই। মোদী বলেন,' শান্তিনিকেতনে অশান্তি ছড়াচ্ছে মমতার সরকার।' তিনি বলেন , মাথা উঁচু করে থাকর কথা বলেছেন রবীন্দ্রনাথ। তবে বর্তামান বাংলায় কেউ মাথা উঁচু করে বাঁচছে না।

[আরও পড়ুন: তৃতীয় দফা ভোটের শেষে কোন আসন কার দখলে, স্পষ্ট করে দিলেন মুকুল][আরও পড়ুন: তৃতীয় দফা ভোটের শেষে কোন আসন কার দখলে, স্পষ্ট করে দিলেন মুকুল]

সৌদি আরব থেকে ৮০০ ভারতীয়ের প্রত্যাবর্তন

সৌদি আরব থেকে ৮০০ ভারতীয়ের প্রত্যাবর্তন

মোদীর বিদেশ ভ্রমণ নিয়ে মমতার তোপের পর , এদিন মোদী বলেন , তাঁর বিদেশ যাত্রার ফলে বিভিন্ন দেশের রাষ্ট্র প্রধানদের সঙ্গে সুসম্পর্ক তৈরি হয়েছে। আর তার জন্যই সৌদি আরবের রাজপুত্রকে অনুরোধ করার ১২ ঘণ্টার মধ্যে সৌদি জেলে বন্দি ৮০০ ভারতীয়কে ছেড়ে দেওয়া হয়।

[আরও পড়ুন:বাংলার উপর কেন এত রাগ বিজেপির! এবার গোটা দেশেই হারবে, গর্জে উঠলেন মমতা][আরও পড়ুন:বাংলার উপর কেন এত রাগ বিজেপির! এবার গোটা দেশেই হারবে, গর্জে উঠলেন মমতা]

English summary
Narendra Modi in Bolpur for bjp loksabha campaign 2019: pm attacks tmc in west bengal.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X