For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মমতার নাম ‘স্টিকার দিদি’, লোকসভা ভোটের প্রচারে মঞ্চ মাতালেন নরেন্দ্র মোদী

বাংলায় এসে বাংলার মুখ্যমন্ত্রীর নতুন নাম দিয়ে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে স্টিকার দিদি বলে কটাক্ষ করেন। কিন্তু কেন তিনি এমন নাম দিলেন মমতার?

Google Oneindia Bengali News

বাংলায় এসে বাংলার মুখ্যমন্ত্রীর নতুন নাম দিয়ে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে স্টিকার দিদি বলে কটাক্ষ করেন। কিন্তু কেন তিনি এমন নাম দিলেন মমতার? তাও স্পষ্ট করে দিলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, মমতা দিদি শুধু কেন্দ্রের প্রকল্পের উপর স্টিকার সেঁটে দিয়ে নিজের প্রকল্প বলে চালান, তাই তাঁর নাম স্টিকার দিদি।

মমতার নাম ‘স্টিকার দিদি’, লোকসভা ভোটের প্রচারে মঞ্চ মাতালেন নরেন্দ্র মোদী

নদিয়ার তাহেরপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্বাচনী জনসভার অধিকাংশ সময়ই তিনি কাটালেন মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে। তাঁর কথায়, বাংলা দিদিকে সম্মান দিয়েছিল কিন্তু দিদি বাংলার মানুষকে ধোঁকা দিয়েছেন। তাই তাঁকে খেসারত দিতে হবে এবার। এবার আর রক্ষা নেই। হারতেই হবে দিদিকে।

[আরও পড়ুন:'অনুপ্রবেশকারীরা বাংলায় আদর যত্নে বোমা বাঁধারও ছাড় পাচ্ছেন', কেষ্টর গড়ে ঝাঁঝালো মোদীর নিশানায় মমতা][আরও পড়ুন:'অনুপ্রবেশকারীরা বাংলায় আদর যত্নে বোমা বাঁধারও ছাড় পাচ্ছেন', কেষ্টর গড়ে ঝাঁঝালো মোদীর নিশানায় মমতা]

মোদী বলেন, দিদি কো বাঁচনা না মুমকিন হ্যায়। তৃণমূলের বাঁচাও এবার শুধু মুশকিল না, অসম্ভব। কারণ বিজেপির সঙ্গে বাংলা রয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গবাসী আর দিদির সঙ্গে নেই, পশ্চিমবঙ্গবাসী এখন দিদির বিরুদ্ধে। তাঁরা বুঝতে পেরেছেন, মমতা শুধু গুন্ডাদের জন্য। আর জনতার জন্য এ রাজ্যে শুধুই রয়েছে নিরর্মমতা। এই অবস্থা থেকে নিষ্কৃতী চাইছে মানুষ।

[আরও পড়ুন: বাংলার উপর কেন এত রাগ বিজেপির! এবার গোটা দেশেই হারবে, গর্জে উঠলেন মমতা][আরও পড়ুন: বাংলার উপর কেন এত রাগ বিজেপির! এবার গোটা দেশেই হারবে, গর্জে উঠলেন মমতা]

মোদী মনে করিয়ে দেন, রাজ্যে তোলবাজ সরকারের হাত থেকে রক্ষা পেতে বিজেপিই বিকল্প। মানুষ তাই বিজেপিকে বেছে নিয়েছে। বাংলার মানুষ এখন বিজেপির সঙ্গে রয়েছে। এই লোকসভা ভোটেই তা হাড়ে হাড়ে টের পাবে তৃণমূল কংগ্রেস। দিদি বিশ্বের সবথেকে বড় আয়ুস্মান প্রকল্প হতে দেননি বাংলায়। আবাস যোজনা প্রকল্প থেকে শুরু করে অনেক প্রকল্প স্টিকার লাগিয়ে নিজের প্রকল্প বলে চালাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

[আরও পড়ুন: গুজরাত ২০১৯: ২৬টির মধ্যে ২৬টি আসনই ধরে রাখা বিজেপির কাছে বিশাল চ্যালেঞ্জ ][আরও পড়ুন: গুজরাত ২০১৯: ২৬টির মধ্যে ২৬টি আসনই ধরে রাখা বিজেপির কাছে বিশাল চ্যালেঞ্জ ]

English summary
Narendra Modi gives Mamata Banerjee’s new name as Sticker Didi. Modi alleges project hijack against Mamata Banerjee,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X