For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কোভিড পরিস্থিতিতে মোদীর বৈঠকে দেখা মিললনা মমতার, ভ্যাকসিন ইস্যুতে দিদির সুরেই সোচ্চার বাঘেলও

কোভিড পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীদের সঙ্গে মোদীর বৈঠকে ফের অনুপস্থিত মমতা, ভ্যাকসিন ইস্যুতে দিদির সুর বাঘেলের কণ্ঠে

  • |
Google Oneindia Bengali News

করোনা পরিস্থিতির জেরে আজ যে বাংলায় ভোট প্রচারে পা রাখছেন না মোদী, তা কমিশনের সিদ্ধান্ত জানানোর আগেই ঘোষণা করেন প্রধানমন্ত্রী। এদিকে , ২৩ এপ্রিল সকাল থেকেই পর পর হাইভোল্টেজ বৈঠকে রয়েছেন নরেন্দ্র মোদী। এদিন বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসেন তিনি। তবে এবারেও প্রধানমন্ত্রীর বৈঠকে দেখা গেলনা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।

মমতার সুরেই বাঘেল

মমতার সুরেই বাঘেল

কংগ্রেস শাসিত ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপিন্দর সিং বাঘেল এদিন কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়ের সুরেই বক্তব্য রাখেন। ভূপিন্দর সিং বাঘেল জানান, কেন্দ্র যে দামে ভ্যাকসিন কিনেছে , সেই দামেই যেন রাজ্যগুলিকে ভ্যাকসিন দেওয়া হয়। প্রসঙ্গত, এই ইস্যুতে আগেই মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীর কাছে চিঠি পাঠিয়েছেন। ভ্যাকসিনের বৈষম্যহীন দামের দাবিতে তিনি সরব হন। এদিন একইউ সুর শোনা গেল বাঘেলের কণ্ঠে।

অনুপস্থিত মমতা

অনুপস্থিত মমতা

প্রধানমন্ত্রীর ডাকা এই বৈঠকে এদিন বিজেপি বিরোধী একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীরা হাজির থাকলেও , সেখানে অনুপস্থিত ছিলেন মমতা। প্রসঙ্গত, এদিন করোনার জেরে প্রবলভাবে আক্রান্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গ বৈঠকে বসেন মোদী। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন যে, তাঁকে এই বৈঠকে আমন্ত্রণ করা হয়নি। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল থেকে মহারাষ্ট্রের উদ্ধব ঠাকরে, রাজস্থানের কংগ্রেস সরকারের মুখ্যমন্ত্রী অশোক গেহলোটরা এদিন উপস্থিত ছিলেন বৈঠকে।

মেডিক্যাল অক্সিজেন ঘাটতিতে হাসপাতালগুলির বিপাকের নেপথ্যে কোন ইস্যু বড় 'বাধা' হয়ে দাঁড়াচ্ছে!মেডিক্যাল অক্সিজেন ঘাটতিতে হাসপাতালগুলির বিপাকের নেপথ্যে কোন ইস্যু বড় 'বাধা' হয়ে দাঁড়াচ্ছে!

 বাংলায় টাস্ক ফোর্স

বাংলায় টাস্ক ফোর্স

এদিন কোভিড পরিস্থিতি সংক্রন্ত পর্যালোচনার বৈঠকে রাজ্যের তরফে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত না থাকলেও সেখানে বাংলার প্রতিনিধিত্ব করেন রাজ্যের মুখ্যসচিব ও স্বাস্থ্যসচিব। সেখানে জানানো হয় বাংলার তরফে মুখ্যসচিবের নেতৃত্বে ৬ সদস্যের একটি টাস্ক ফোর্স গঠন করা হয়েছে কোভিড মোকাবিলায়।

বৈঠকে ক্ষোভে ফুঁসে ওঠে দিল্লি

বৈঠকে ক্ষোভে ফুঁসে ওঠে দিল্লি

এদিকে, প্রধানমন্ত্রীর সামনে কার্যত এদিন অক্সিজেন ইস্যুতে ক্ষোভে ফুঁসে ওঠেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তাঁর বক্তব্য, দিল্লিতে মেডিক্যাল অক্সিজেনের ব্যাপক কমতি রয়েছে। দিল্লির মুখ্যমন্ত্রীর প্রশ্ন,'তাহলে কি দিল্লির মানুষ অক্সিজেন পাবেন না, কারণ দিল্লিতে অক্সিজেন প্ল্যান্ট নেই বলে? যখন দিল্লির উদ্দেশে রওনা হওয়া একটি অক্সিজেন ট্যাঙ্কারকে অন্য রাজ্যে আটকে দেওয়া হয় তখন.. আপনি বলুন কার সাথে কথা বলতে হবে?'

English summary
Narendra Modi Chairs Meeting with CMs over Covid issue , this time also Mamata is absent
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X