For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'স্পিড ব্রেকার মমতা আটকে দিয়েছেন বাংলার উন্নয়ন', শিলিগুড়ির সভা থেকে মমতাকে চরম তোপ মোদীর

বাংলার মাটিতে পা রেখেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে ফের একবার তোপ দাগলেন নরেন্দ্র মোদী।

  • |
Google Oneindia Bengali News

বাংলার মাটিতে পা রেখেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে ফের একবার তোপ দাগলেন নরেন্দ্র মোদী। প্রথমদফা ভোটের আগে সরগরম রাজনৈতিক পরিস্থিতিতে এদিন শিলিগুড়ির কাওয়াখালির সভায় এসে একাধিক বাক্যবাণে মমতা ও তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তোপ দাগেন বিজেপির দাপুটে নেতা তথা প্রধানমন্ত্রী পদপ্রার্থী মোদী।

 'দারিদ্র থাকলে দিদির সুবিধে'

'দারিদ্র থাকলে দিদির সুবিধে'

এদিন শিলিগুড়ির সভা থেকে নরেন্দ্র মোদী দাবি করেন, দারিদ্র যদি থাকে,তাহলে মমতা বন্দ্যপাধ্য়ায়ের সুবিধা। মোদীর দাবি দারিদ্রতা নিয়ে বার বার মমতার সরকার ও কংগ্রেস সংযুক্তভাবে রাজনীতি করে এসেছে।

মমতাকে স্পিডব্রেকার তকমা

মমতাকে স্পিডব্রেকার তকমা

এদিন নরেন্দ্র মোদী মমতা বন্দ্যোপাধ্যায়কে 'স্পিডব্রেকার' বলে তকমা দেন। তাঁর দাবি অন্যান্য রাজ্য যেভাবে এগিয়ে যাচ্ছে সেই গতি বাংলা পায়নি কারণ স্পিডব্রেকার হিসাবে দাঁড়িয়ে রয়েছেন মমতা বন্দ্যোরপাধ্যায়।

'মমতার নৌকা ডুবতে চলেছে'

'মমতার নৌকা ডুবতে চলেছে'

এদিনের সভামঞ্চ থেকে প্রথমেই মোদী জানান, মমতা সরকারের নৌকা খুব শিগগিরিই ডুবতে চলেছে। যে সমস্ত কেন্দ্রীয় প্রকল্পতে রাজ্যের সুবিধা হতে পারত তার সমস্তটাই মমতা বন্ধ করে দিয়েছেন বলে দাবি করেন মোদী। মৌদীর এও দাবি যে , ৭০ লাখ কৃষকদের উপকৃত করার জন্য কেন্দ্রের যে স্কিম আছে তা রাজ্যে থমকে দিয়েছেন মমতা। পাশাপাশি রাজ্যে আয়ুষ্মান ভারতের স্কিম মমতা আটকানোয় রাজ্যের ক্ষতি হয়েছে।

বাংলা যা ভালোবাসা দিয়েছে তাকে প্রণাম

বাংলা যা ভালোবাসা দিয়েছে তাকে প্রণাম

এদিন মোদীর সভায় বার বার স্লোগান উঠতে থাকে 'মোদী .. মোদী' বলে। শেষে বক্তৃতা থামিয়ে মোদী প্রত্যেককে শান্ত হওয়ার কথা বলে জাননা,' বাংলা যা ভালোবাসা দিয়েছে তাকে প্রণাম' ।

[আরও পড়ুন:মোদীকে চাক্ষুষ দেখবার স্বপ্ন ছিল হুগলির সুজিতের, ব্রিগেডের পথে রওনা দিতেই মর্মান্তিক কাণ্ড][আরও পড়ুন:মোদীকে চাক্ষুষ দেখবার স্বপ্ন ছিল হুগলির সুজিতের, ব্রিগেডের পথে রওনা দিতেই মর্মান্তিক কাণ্ড]

প্রসঙ্গ চিটফান্ড

প্রসঙ্গ চিটফান্ড

এদিন চিটফান্ড প্রসঙ্গ তুলে মোদী বলেন, মমতা সরকারের বিধায়ক থেকে মন্ত্রীরা সকলেই চিটউফান্ডে কাণ্ড জড়িত থেকে বারবার মানুষের টাকা লুঠ করেছেন বলে হুঙ্কার দেন মোদী।

[আরও পড়ুন: জলপাইগুড়িতে ভোট ১৮ এপ্রিল: চা-শ্রমিকদের দুর্দশাই অস্ত্র বাম, কংগ্রেসের ][আরও পড়ুন: জলপাইগুড়িতে ভোট ১৮ এপ্রিল: চা-শ্রমিকদের দুর্দশাই অস্ত্র বাম, কংগ্রেসের ]

English summary
Narendra Modi attacks Modi Mamata calls her spead breaker in Siliguri of west bengal.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X